For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল-এও কি হবে ভোটের প্রচার, চাহিদা তুঙ্গে! স্টার স্পোর্টসকে কী সিদ্ধান্ত জানাল বিসিসিআই

বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি স্টার স্পোর্টস-কে জানিয় দিয়েছে যে আইপিএল ২০১৯ চলাকালীন কোন রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

Google Oneindia Bengali News

আইপিএল চলার সময়, এই টুর্নামেন্টেরই টিভি রেটিং-ই সর্বোচ্চ থাকে। এই বছর, একই সময়ে লোকসভা ভোট। স্বাভাবিকভাবেই আইপিএল-এর সময় ভোটের বিজ্ঞাপন দেওয়ার চাহিদা তুঙ্গে উঠেছে। এই ব্যাপারে বিসিসিআই-এর অনুমতি চেয়েছিল সম্প্রচারকারী সংস্থা স্টারস্পোর্টস। কিন্তু বোর্ডের প্রশাসনিক কমিটি জানিয়েছে আইপিএল-এ ভোটের কোনও প্রচার করা যাবে না।

আইপিএল-এও কি হবে ভোটের প্রচার, চাহিদা তুঙ্গে

বিসিসিআই এক সূত্র জানিয়েছে, বোর্ডের সঙ্গে স্টারস্পোর্টস সংস্থার যে মিডিয়া সত্ত্বের চুক্তি রয়েছে, সেখানে বলা আছে, খেলার সম্প্রচারের সময় কোনওরকম রাজনৈতিক ও ধর্মীয় বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে না। কিন্তু এই বছর নির্বাচন থাকায় আইপিএল-এর জনপ্রিয়তাকে ভোটের প্রচা কাজে লাগাতে আগ্রহী অনেক রাদনৈতিক দলই। ফলে এই ধরণের বিজ্ঞাপন থেকে মোটা লাভের সুযোগ ছিল স্টার স্পোর্টস-এর। সেই কারণেই মিডিয়া সত্ত্ব থেকে ওই শর্ত তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল সংস্থা।

বোর্ডের এক পদস্থ কর্তা জানিয়েছেন, সম্প্রচারকারীদের আর্থিক ক্ষতির দিকটা তাঁরা বুঝতে পারছেন। কিন্তু এটা একটা নীতিগত সিদ্ধান্ত। তাই এই ক্ষেত্রে তাঁদের নমনীয় হওয়ার উপায় নেই।

English summary
The Committee of Administrators of the BCCI, has told Star Sports that no political ads will be telecast during IPL 2019 games.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X