For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোকাস আইপিএল-এই, মাথার পিছনে ঘুরছে বিশ্বকাপ! আশা ছাড়ছেন না ঋষভ পন্থ

ঋষভ পন্থ জানিয়েছেন আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর ভারতীয় দলে জায়গা পাওয়ার আশা তার মনে থাকলেও, এখন তিনি আইপিএল ২০১৯-এই মনোসংযোগ করেছেন।

Google Oneindia Bengali News

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর আগে ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীনেশ কার্তিকের বদলে তাঁকেই দলে রেখে আস্থা দেখিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু তার যোগ্য সদ্ব্যবহার করতে পারেননি ভারতের তরুণ উইকেটরক্ষক ব্য়াটসম্যান ঋষভ পন্থ।

ব্যাটে খুব খারাপ না করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। আর উইকেটের পিছনে তাঁর পারফরম্যান্স তো খুবই খারাপ। বিশেষ করে চতুর্থ ওডিআই-তে ৩৫৮ তুলেও পরাজয়ের জন্য গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ক্যাচ ছাড়া, স্টাম্পের সুযোগ, রান-আউটের সুযোগ হারানো-কে দায়ী করা হয়েছে। কিন্তু তারপরেও বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার আশা ছাড়ছেন না পন্থ।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে আইপিএল ২০১৯ শুরু হওয়ার আগে বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালস-এর ক্রিকেটার পন্থ।

বিশ্বকাপের টিকিট

বিশ্বকাপের টিকিট

পন্থ স্বীকার করে নিয়েছেন, বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার বিষয়টা সবসময়ই তাঁর মাথায় রয়েছে। তবে তিনি দাবি করছেন, এই মুহূর্তেনি সেই ভাবনা দূরে সরিয়ে মন দিচ্ছেন আইপিএল-এ। তাঁর দল দিল্লি ক্যাপিটালসকে জেতানোটাই এখন তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে।

খারাপ উইকেটকিপিং

খারাপ উইকেটকিপিং

খারাপ উইকেটকিপিং নিয়ে পন্থ জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে তিনি প্রতিদিনই উন্নতি করতে চান। তিনি আরও জানান, নিজের খেলায় কিছু গলদ তিনি বের করেছেন, সেগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন 'মাহিভাই' অর্থাৎ ধোনির সঙ্গে। জানিয়েছেন ধোনি সবসময়ই তরুণদের পরামর্শ দিয়ে থাকেন।

আইপিএল-এ প্রত্যাশার চাপ

আইপিএল-এ প্রত্যাশার চাপ

গত আইপিএল-এ দারুণ খেলেছিলেন পন্থ। ৫২.৬১ গড়ে ৬৮৪ রান করেছিলেন। কাজেই এইবার দিল্লি ক্যাপিটালস-এর দর্শকদের তাঁর কাছ থেকে বাড়তি প্রত্যাশার চাপ থাকবে তা পন্থ জানেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের মতো না হলেও, আইপিএল-এও যথেষ্ট চাপ থাকে। কিন্তু গতবারের মতোই পারফর্ম করে তিনি দিল্লিকে আইপিএল জেতাতে চান।

বেবিসিটার

বেবিসিটার

ইদানিং পন্থকে সাক্ষাতকার দিতে গেলে বেবিসিটার প্রসঙ্গে কথা বলতেই হয়। পন্থ জানিয়েছেন, টিম পেইনের স্ত্রী-সন্তানদের সঙ্গে তাঁর যে ছবিটি ভাইরাল হয়েছিল, তা তোলা হয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের সময়। থছবিটি তোলার সময় কোনও বাড়তি হইচই ছিল না। যা হয়, সবটাই ছবিটি পোস্টের পর। তবে তা তিনি উপভোগই করেছেন।

English summary
Rishabh Pant said a berth in the Indian team for the ICC World Cup 2019 was on the back of his mind but he is now focussed on IPL 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X