For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে ফের মুম্বই-দিল্লি লড়াইয়ের মুখ্য আকর্ষণ পন্থ

আম্বাতি রায়ডু সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেও, তিনি রয়েছেন অন্তরালেই। ভারতের বিশ্বকাপগামী দল থেকে বাদ পড়ার পর কোনা প্রতিক্রিয়া তো দূর, সংবাদমাধ্যমের সামনেই আসেননি ঋষভ পন্থ।

  • |
Google Oneindia Bengali News

আম্বাতি রায়ডু সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেও, তিনি রয়েছেন অন্তরালেই। ভারতের বিশ্বকাপগামী দল থেকে বাদ পড়ার পর কোনো প্রতিক্রিয়া তো দূর, সংবাদমাধ্যমের সামনেই আসেননি ঋষভ পন্থ। হয়তো মুখে নয়, ব্যাটে জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন। পেয়েও গেলেন সুযোগ। প্রেক্ষাপট আইপিএল। ঘরের মাঠে ফের পন্থ ধামাকা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

আইপিএলে ফের মুম্বই-দিল্লির লড়াইয়ের মুখ্য আকর্ষণ পন্থ

আইপিএলের ফিরতি ম্যাচে, ঘরের মাঠ ফিরাজ শাহ কোটলায় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটলস। ম্যাচটিকে ঋষভ পন্থের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের লড়াই হিসেবেও দেখছেন অনেকে। তরুণ এই ক্রিকেটার যে কতখানি ভয়ঙ্কর, তা দিল্লির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টের পেয়েছিলেন রোহিতরা। ওয়াংখেড়েতে আইপিএলের তিন নম্বর ম্যাচে, সাতটি চার ও ততধিক ছয় সহযোগে ঋষভ পন্থের ২৭ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস, মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লিকে ২১৩ রানের পাহাড়ে পৌঁছে দিয়েছিল। জবাবে ১৭৬ রানেই গুটিয়ে গিয়েছিল রোহিত-যুবরাজদের ইনিংস।

সেদিক থেকে দেখতে গেলে, দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে আইপিএলের আজকের ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বদলার। আট ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট দশ। রান রেটে এগিয়ে থাকায়, লিগ টেবিলের দুই নম্বরে রয়েছে দিল্লি এবং তিনে মুম্বই। দুই দলের কড়া টক্করের অপেক্ষায় ফিরাজ শাহ কোটলা।

দিল্লি ক্যাপিটলস ও মুম্বই ইন্ডিয়ান্স, দুই দলেরই মূল শক্তি টিম গেম। সেই রণনীতিতেই ম্যাচে একে অপরকে টেক্কা দিতে মরিয়া, একদিকে রোহিত শর্মা, ডি কক, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরার মুম্বই, অন্যদিকে ঋষভ পন্থ, পৃথ্বী শ, শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ানের দিল্লি। খেলার কোনো বিভাগেই একে অপরকে সুযোগ দিতে চান না তাঁরা।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটলস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ক্রিস মরিস, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র বা সন্দীপ লামিচ্ছানে, কেমো পাউল, কাগিসো রাবাডা, ইশান্ত শর্মা

মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ইশান কিষাণ (উইকেটরক্ষক), ক্রুণাল পাণ্ডিয়া, জেসন ব্রেনডর্ফ, রাহুল ছাহার, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা

English summary
IPL 2019 : Pant would be keen in Mumbai-Delhi clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X