For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই কিংবদন্তীর উচ্ছ্বসিত প্রশংসা! বর্তমানের নাম্বার ফোর, না ভবিষ্যতের সম্পদ - ঋষভ পন্থ আসলে কি

ভারতের বিশ্বকাপের লাইন আপে চতুর্থ স্থানে ঋষভ পন্থের হয়ে সওয়াল করলেন রিকি পন্টিং। সৌরভ গাঙ্গুলি তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত হিসেবে চিহ্নিত করলেন।

Google Oneindia Bengali News

একজন ভারতের চার নম্বর জায়গায় খেলানোর জন্য জোর সওয়াল করলেন, আরেকজন তাঁকে চিহ্নিত করলেন ভবিষ্যতের সম্পদ হিসেবে। রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায় - আইপিএল-এর আগেই অতীতের দুই মহান ক্রিকেটারের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়োলেন ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্য়াটসম্য়ান ঋষভ পন্থ।

বর্তমানের নাম্বার ফোর, না ভবিষ্যতের সম্পদ

এবারের দিল্লি ক্য়াপিটালস দলের সাপোর্ট স্টাফে একসঙ্গে জোট বেঁধেছে দুই ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্ক - রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মঙ্গলবার এক অনুষ্ঠানে হাজির হয়ে পন্টিং সটান বলে দিলেন ভারতের বিশ্বকাপের দল বাছতে বসলে তিনি প্রথমেই পন্থকে দলে নিতেন। তাঁকেই 'নাম্বার ফোর' হিসেবে খেলাতেন। কারণ বিশ্বকাপ জেতানোর মতো এক্স ফ্যাক্টর আছে তাঁর মধ্যে।

আর সৌরভ বললেন, পন্থ অতি বড় সম্পদ। আগামী ১০ বছর পন্থকে ভারতীয় দলে নিমিত দেখা যাবে বলেই তাঁর বিশ্বাস। পন্থ টেস্ট ক্রিকেটে সফল, সীমিত ওভারের ক্রিকেটে নন - এই সমালোচনাও শুনকতে নারাজ দাদা। তাঁর মতে, টেস্টে নিয়মিত সুযোগ পাচ্ছেন বলেই পন্থ সাফল্য পেয়েছএন। সাদা বলের ক্রিকেটেও নিয়মিত খেলথে শুরু করলে পন্থ একইরকম সাফল্য পাবেন বলে মত তাঁর।

English summary
Ricky Ponting backed Rishabh Pant for the number four slot in India's World Cup line-up. Sourav Ganguly marked him as one for the future of Indian cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X