For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভক্তদের আবদার, গোলাপী হয়ে গেল রাজস্থান রয়্যালস! ফিরছেন 'ফার্স্ট রয়্যাল' শেন ওয়ার্নও

রাজস্থান রয়্যালস তাদের রঙ পরিবর্তন করে গোলাপী করল। এছাড়া, শেন ওয়ার্নকে 'রয়্যাল ব্র্যান্ডের দূত' হিসাবে ঘোষণা করা হয়েছে।

Google Oneindia Bengali News

একদশক নীল সোনালি রঙে আইপিএল খেলার পর, রবিবার (১০ ফেব্রুয়ারি), ভক্তদের আব্দার মেনে পুরো গোলাপী হয়ে গেল রাজস্থান রয়্যালস। নতুন করে ব্র্যান্ড পরিচিতি গড়ে তোলা এবং রাজ্যের সঙ্গে ক্রিকেট দলকে রঙের মাধ্যমে একাত্ম করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। আরও বলা হয়েছে, ভক্তদের দ্বারা পরিচালিত একটি দল হিসেবে তাঁরা রয়্যালস ব্র্যান্ডকে গড়ে তুলে চান।

সেই সঙ্গে এইবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসকে ২০০৮ সালের প্রথম আইপিএল-এ চ্যাম্পিয়ন করা শেন ওয়ার্ন ফের দলের সঙ্গে যুক্ত হবেন বলেও জানানো হয়েছে। তবে ক্রিকেটার বা কোচ বা মেন্টর নয়, এবারে ওয়ার্ন থাকবেন সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। তাঁকে 'ফার্স্ট রয়্যাল' বলে সম্বোধন করে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি মালিকরা জানিয়েছেন, রাজস্থানের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ওয়ার্ন। তিনি এইবার 'রয়্যাল ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার' হবে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Meet the Pink Diamonds of Cricket! Meet the new Rajasthan Royals. 💗<a href="https://twitter.com/hashtag/HallaBol?src=hash&ref_src=twsrc%5Etfw" rel="nofollow" rel="nofollow">#HallaBol</a> <a href="https://t.co/3rGPOl7gM5">pic.twitter.com/3rGPOl7gM5</a></p>— Rajasthan Royals (@rajasthanroyals) <a href="https://twitter.com/rajasthanroyals/status/1094556262560235520?ref_src=twsrc%5Etfw">February 10, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

গোলাপীর মাহাত্ম

রাজস্থান রাজ্যটির সঙ্গে পরতে পরতে গোলাপী রঙ জড়িয়ে আছে। গোলাপী পাথরে তৈরি স্থাপত্যের জন্য জয়পুর শহরকে বলা হয় পিঙ্ক সিটি। যোধপুরে মেলে বিখ্য়াত গোলাপি বালি পাথর। আবার উদয়পুরে পাওয়া যায় গোলাপী মার্বেল পাথর।

গোলাপীতে উত্তেজিত ওয়ার্ন

শেন ওয়ার্ন জানিয়েছেন, রাজস্থান রয়্যালস-এর নতুন ভূমিকা নিয়ে ফিরে আসতে পেরে তিনি অত্যন্ত উত্তেজিত। এই ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা থেকে সমর্থক সবাই তাঁকে যেভাবে সমর্থন করে এসেছেন তার জন্য় তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছএন। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠিত মূল্যবোধকে ধরে রাখার পাশাপাশি দলের নতুন ও আধুনিক পরিচয় গড়ে তোলাটা জরুরি। দলের নতুন চেহারা তাঁর নিজের খুব পছন্দ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এটাই সেরা সময়

এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক মনোজ বাদালে জানিয়েছেন, তাঁদের মতে মাঠে ও মাঠের বাইরে ব্র্যান্ড হিসেবে রয়্যালসকে এগিয়ে নিয়ে যাওয়ার এটাই সেরা সময় বলে তাঁদের মনে হয়েছে। মার্কেটিং-এ তাঁরা বিনিয়োগ বাড়াচ্ছেন। মাঠের বাইরে রয়্যালস ব্র্য়ান্ডকে এগিয়ে নিয়ে যেতেও তাদের প্রধানতম ভরসা শেন ওয়ার্ন বলেই জানিয়েছেন বাদালে।

English summary
Rajasthan Royals have announced to turn their colour to pink. Also, Shane Warne was announced as 'Royal Brand Ambassador'. &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X