For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দিনই জবাব দিলেন! খেলা চালিয়ে যাওয়া, পন্থ, সচিন - বিভিন্ন বিষয়ে মুখ খুললেন যুবি

মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে দিল্লি ক্যপিটালসের হয়ে মাত্র ২৭ বলে ৭৮ রানে অপরাজিত, ম্য়াচ জেতানো ইনিংস খেলার পর যুবরাজ সিংয়ের প্রশংসা কুড়োলেন ঋষভ পন্থ।

Google Oneindia Bengali News

এবারের আইপিএল নিলামে প্রথমে কোনও দলই তাঁকে নিতে চায়নি। শেষ বেলায় ১ কোটি টাকার বেস প্রাইসে তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ানস। আইপিএল ২০১৯-এর প্রথম ম্য়াচ খেলতে নেমেই কিন্তু সেই উপেক্ষার জবাব দিলেন যুবি। রবিবার মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস-এর পাহাড় প্রমাণ ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যতক্ষত তিনি ব্য়াট করছিলেন মুম্বই ইন্ডিয়ানস লড়াইতে ছিল।

শেষর্যন্ত ৩৫ বলে ৫৩ করলেও তা মুন্মইয়ের জয়ের জন্য যথেষ্ট ছিল না। প্রথম ইনিংসে ঋষভ পন্থের ২৭ বলে ৭৮ রানের অপরাজিত, ম্য়াচ জেতানো ইনিংসই দুই দলের মধ্যে তফাত গড়ে দেয়। আর এরপরই তরুণ উইকেটরক্ষককে দারুণ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যুবি।

নেক্সট বিগ থিং

নেক্সট বিগ থিং

আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে পন্থ থাকেন কি না, তাই নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি। তবে পন্থকে ঠিকমতো তৈরি করতে পারলে তিনিই ভারতের 'নেক্সট বিগ থিং' হয়ে উঠতে পারেন বলে মনে করছেন ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক। তিনি জানিয়েছেন রবিবার পন্থ অসাধারণ খেলেছেন। গত আইপিএল মরসুমেও দুর্দান্ত ব্য়াট করেছিলেন। সেই সঙ্গে টেস্টেও বিদেশে দুটি শতরান করে ফেলেছেন। কাজেই তাঁর মধ্যে মশলা রয়েছে তা ইতিমধ্যেই প্রমাণিত।

৩৭-এও খেলা চালিয়ে যাওয়া

৩৭-এও খেলা চালিয়ে যাওয়া

যুবরাজ বলেছেন, গত দুই বছর ধরে তাঁর ক্রিকেট জীবনে অনেক ওঠা-পড়া গিয়েছে। অনেক সময়ই খেলা ছাড়ার কথা মাথায় এসেছে। তখন ভেবেছেন তিনি কেন ক্রিকেট খেলা শুরু করেছিলেন। জবাব পেয়েছেন, খেলাটা উপভোগ করেন বলে। তারপরই অনুভব করেছেন, ক্রিকেট এখনও তাঁর কাছে একইরকম উপভোগ্য। তাই আর অবসরের পথ মাড়াননি।

সচিনের সহায়তা

সচিনের সহায়তা

এই ব্যাপারে মুম্বই ইন্ডিয়ানস দলের মেন্টর সচিনও তাঁকে খুব সহায়তা করেছেন বলে জানান যুবি। সচিনও দীর্ঘদিন খেলেছিলেন। তাঁর কেরিয়ারের শেষের দিকের সময়ের অভিজ্ঞতা সচিন ভাগ করে নিয়েছেন যুবির সঙ্গে। তাতে যুবির কাছে বিষয়গুলো অনেক সহজ হয়ে গিয়েছে। তিনি বুঝেছেন, যতদিন খেলাটা উপভোগ্য থাকবে, ততদিন খেলে যাওয়াই সঠিক পথ।

English summary
After smashing a match-winning, unbeaten 78 off just 27 balls for Delhi Capitals against Mumbai Indians, Rishabh Pant won praise from Yuvraj Singh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X