For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯, শুরুর আগেই বিতর্ক! পন্টিং-কে নির্বাসিত করা হোক - দাবি তুললেন শেন ওয়ার্ন

আইপিএল ২০১৯-এ রিকি পন্টিংয়ের কোচিং করানো নিয়ে প্রশ্ন তুললেন শেন ওয়ার্ন। তিনি এক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়ে বিসিসিআই-এর খতিয়ে দেখা উচিত বলে মত দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০১৯ শুরু হবে ২৯ মার্চ। কিন্তু এখনও এই প্রতিযোগিতার সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করা যায়নি। ভারেতর সাধারণ নির্বাচনের দিন ঘোষণা হলে তবেই সময়সূচী নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। কিন্তু তার বহু আগে থেকেই শুরু হয়ে গেল বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন দুই কিংবদন্তি প্রাক্তন অস্ট্রেলিয় শেন ওয়ার্ন ও রিকি পন্টিং।

দুজনেই অস্ট্রেলিয়ার এক সময়ের দুর্ধর্ষ দলের সদস্য। ওয়ার্নকে তো বিশ্বের সর্বকালের সেরা দুই স্পিনারের একজন ধরা হয়, ব্য়াটসম্যান ও অধিনায়ক হিসেবে পন্টিং-ও সর্বকালের সেরাদের একজন। আর এই দুই সেরার মধ্যেই আইপিএল পরিসরে লাগল দ্বন্দ। রিকি পন্টিং-কে আইপিএল-এ কোচিং করানো থেকে নির্বাসিত করা উচিত বিসিসিআই-এর - এমনই মত দিলেন ওয়ার্ন।

হেলেন

হেলেন

হেলেনের পিতা ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান পিতা ও বার্মার বাসিন্দা। সেখান থেকে হেলেন মুম্বইয়ে আসেন মাত্র ৫ বছর বয়সে। এরপরে ৬০-এর দশকে শুরু হয় তাঁর বলিউড যাত্রা।

আইপিএল-এ ওয়ার্ন ও পন্টিং

আইপিএল-এ ওয়ার্ন ও পন্টিং

আইপিএল-২০১৯-এ ওয়ার্ন ও পন্টিং দুজনকেই দেখা যাওয়ার কথা, তবে একই দলে নয়, দুজনেই ভিন্ন ভূমিকায় যুক্ত রয়েছেন দুই ভিন্ন দলে। রাজস্থান রয়্যালস-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হয়েছেন ওয়ার্ন, আর দিল্লি ক্যাপিটালস-এর কোচ রিকি পন্টিং। দুই অবশ্য আইপিএল-এর শুরুর বছরগুলিতে খেলেওছিলেন।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

বলিউডের এখনকার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্য়াটরিনার বেড়ে ওঠা লন্ডনে। পরে মডেলিং ছেড়ে বলিউডে যোগ দেন তিনি।

পন্টিং-এর সাম্প্রতিক নিয়োগ

পন্টিং-এর সাম্প্রতিক নিয়োগ

আইপিএল-এ দিল্লি দলের কোচিং-এর দায়িত্বর পাশাপাশি সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে বিশ্বকাপে পন্টিং তাদের জাতীয় দলের সঙ্গে ব্য়াটিং কোচ তথা মেন্টর হিসেবে যুক্ত থাকবেন।

বারবারা মোরি

বারবারা মোরি

হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর প্রথম সিনেমা বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও দারুণ জনপ্রিয়তা পান মোরি।

ওয়ার্নের আপত্তি

ওয়ার্নের আপত্তি

এই বিষয়টি নিয়েই ওয়ার্ন আইপিএল-এ পন্টিং-এর কোচিং করানো নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ করেছেন। তাঁর যুক্তি ভারতের জাতীয় দলের কোচ - এই কারণে রবি শাস্ত্রীকে আইপিএল-এ যুক্ত হতে বাধা দেয় বিসিসিআই, তাহলে পন্টিং ছাড় দেওয়া হবে কেন? তিনিও রবি শাস্ত্রীর মতোই জাতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন।

ডেনিস রিচার্ডস

ডেনিস রিচার্ডস

'কমবকত ইসক' সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে ছোট চরিত্রে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী ডেনিস রিচার্ডস।

বঞ্চিত কার্স্টেনও

বঞ্চিত কার্স্টেনও

এর আগে বিসিসিআই একই কারণে মহিলা দলের কোচ হিসেবে গ্যারি কার্স্টেনকে পেয়েও নিয়োগ করেনি। গ্যারি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সঙ্গে যুক্ত আছেন। মহিলা দলের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি সেই কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। এই কারণেই বিসিসিআই তাঁকে কোচ করেনি।

গিসেইয়ি মন্তেইরো

গিসেইয়ি মন্তেইরো

এই ব্রাজিলীয় মডেল ২০০৯ সালে 'লাভ আজ কল' দিয়ে বলিউডে প্রবেশ করেন।

কলকি কোয়েচলিন

কলকি কোয়েচলিন

জন্মসূত্রে ফরাসি কলকি বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসাবে নিজের ছাপ রেখেছেন। 'দেব ডি' সিনেমায় প্রথম নজরে পড়েন তিনি।

জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

'মিস শ্রীলঙ্কা' জ্য়াকলিন এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী।

নার্গিস ফকরি

নার্গিস ফকরি

নার্গিসের পিতা চেক প্রজাতন্ত্রের ও মা পাকিস্তানি। রণবীর কাপুরের বিপরীতে 'রকস্টার' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি।

অ্যামি জ্যাকসন

অ্যামি জ্যাকসন

ব্রিটিশ মডেল অ্যামি মাত্র ১৭ বছর বয়সে ভারতে চলে আসেন। প্রথমে তামিল সিনেমায় সুযোগ পান তিনি। এখন বলিউডেও নিজের খুঁটি জমানোর চেষ্টায় রয়েছেন তিনি।

ওয়ার্ন এই বিষয়ে মুখ খোলার পর বিসিসিআই কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। পন্টিং যদি এই বিষয়ে কোনও মন্তব্য করে বসেন, সেক্ষেত্রে শুরুর অনেক আগেই, এই দুই মহান ক্রিকেটারের বাকযুদ্ধে জমে যাবে আইপিএল ২০১৯।

English summary
Shane Warne has questioned Ricky Ponting's coaching position in the IPL 2019. He also has suggested BCCI to take note over a potential conflict of interest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X