For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ হায়দরাবাদি দুর্গে ফাটল ধরাতে চায় আরসিবি - কী হতে পারে দুই দলের প্রথম একাদশ

হায়দ্রাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ২০১৯ ম্যাচের প্রিভিউ।

Google Oneindia Bengali News

প্রথম ম্যাচে ইডেনে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে দারুণভাবে ফিরে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে তারা। এরপর তাদের দুর্গে পরিণত হওয়া রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা মুখোমুখি হচ্ছে আরসিবি-র।

হায়দরাবাদের শুরুটা যতটাই ভাল হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ততটাই খারাপ। সিএসকে-র পর মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেও হেরেছে বিরাট কোহলির দল। নো-বল বিতর্কের মধ্যেও দলকে চিন্তায় ফেলেছে বোলিং বিভাগ। বিশেষ করে ডেথ ওভারে আরসিবির বোলিং খুব খারাপ হচ্ছে।

হায়দরাবাদে কেন উইলিয়ামসন ও বিরাট কোহলি মুখোমুখি হওয়ার আগে দেখে নেওয়া যাক কোন দল কোথায় দাঁড়িয়ে। কারা থাকতে পারেন প্রথম একাদশে, কি খবর মিলছে দুই দলের অন্দর থেকে -

সানরাইজার্স দলের খবর

সানরাইজার্স দলের খবর

আগের ম্যাচেই দলে ফিরেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে দুরন্ত জয় আসার পর সানরাইজার্স মনে করছে আদর্শ প্রথম একাদশ তারা পেয়ে গিয়েছে। তাই সম্ভবত প্রথম একাদশ অপরিবর্তিতই থাকছে।

আরসিবি দলের খবর

আরসিবি দলের খবর

বেঙ্গালুরুর দলে অবশ্য অল্প কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ব্য়াটসম্যান শিমরন হেটমায়ার প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ। আরসিবি মনে করছে পার্থীব, বিরাট, এবিডি ও বাকিরা মিলে ব্যাটিং সামলে দিতে পারবেন। বরং বোলিং বিভাগে শক্তি বাড়ানোর দরকার। সেই কথা মাথায় রেখে এদিন দলে নেওয়া হতে পারে কিউই জোরে বোলার টিম সাউদি-কে। সেই সঙ্গে নবদ্বীপ সাইনির বদলে দলে আসতে পারেন অলরাউন্ডার গুরকিরাত সিং।

দ্বৈরথের পরিসংখ্যান

দ্বৈরথের পরিসংখ্যান

মোট ম্য়াচ - ১২

সানরাইজার্স হায়দরাবাদ জয়ী - ৭

আরসিবি জয়ী - ৫

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ - জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মনীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম ও সিদ্ধার্থ কল।

আরসিবি - মইন আলি, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, শিভাম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোমি, গুরুকিরাত সিং, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, টিম সাউদি, ও মহম্মদ সিরাজ।

English summary
Preview of the IPL 2019 match between Sunrisers Hyderabad and Royal Challengers Bangaluru at Hyderabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X