For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৮-২০১৮, এগারো বছরের আইপিএল-এর আকর্ষণীয় রেকর্ড ও পরিসংখ্যান - একঝলকে

একনজরে, ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম সংস্করণ থেকে আইপিএলের কিছু আকর্ষণীয় রেকর্ড এবং পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

Google Oneindia Bengali News

আগামী ২৩ মার্চ আরসিবি বনাম সিএসকে অ্যাড্রিনালিন ঝড়ানো ম্য়াচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল-২০১৯। ২০০৮ থেকে পথ চলা শুরু করে এইবার বারো বছরে পা দিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

ক্রিকেট সংখ্যার খেলা। কাজেই গত ১১ বছরের আইপিএল-এর ইতিহাসেও আকর্ষণীয় পরিসংখ্য়ান ও রেকর্ডের অভাব নেই। ২৩ মার্চের পরের কয়েক সপ্তাহে আরও কিছু রেকর্ড ভাঙবে, কিছু নতুন রেকর্ড গড়া হবে।

এইবারের আইপিএল শুরু হওয়ার আগে, একনজরে দেখে নেওয়া যাক, সেই ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত হওয়া আইপিএল-এর কিছু আকর্ষণীয় পরিসংখ্য়ান ও রেকর্ড -

দলগত রেকর্ড ও পরিসংখ্যান

দলগত রেকর্ড ও পরিসংখ্যান

- সর্বাধিক খেতাব জয়: তিনবার করে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ানস

- সর্বাধিক ধারাবাহিক জয়: ৯ ম্যাচ, ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স

- সর্বাধিক ধারাবাহিক পরাজয়: ৯ ম্যাচ, ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলস এবং ২০১২ সালে পুনে ওয়ারিয়র্স

- সর্বোচ্চ দলগত স্কোর: ২৬৩/৫, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পুনে ওয়ারিয়র্স, ২০১৩

- সর্বনিম্ন দলগত স্কোর: ৪৯/১০, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০১৭

ব্যাটিং রেকর্ড ও পরিসংখ্যান

ব্যাটিং রেকর্ড ও পরিসংখ্যান

- সর্বাধিক রান: সুরেশ রায়না - ৪৯৮৫, বিরাট কোহলি - ৪২৪৮, রোহিত শর্মা - ৪৪৯৩, গৌতম গম্ভীর - ৪২১৭, রবিন উথাপ্পা - ৪১২৯

- সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: ১৭৫, ক্রিস গেইল (আরসিবি) বনাম পুনে ওয়ারিয়র্স, ২০১৩

- সর্বাধিক শতরান: ৬ টি, ক্রিস গেইল

- এক মরসুমে সর্বাধিক রান: ৯৭৩, বিরাট কোহলি (আরসিবি), ২০১৬

- সর্বাধিক অর্ধশতরান: ৩৮ - ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি, ৩৬ - গৌতম গম্ভীর ও সুরেশ রায়না, এবং ৩৫ - রোহিত শর্মা

বোলিং রেকর্ড ও পরিসংখ্যান

বোলিং রেকর্ড ও পরিসংখ্যান

- সর্বাধিক উইকেট: ১৫৪, লাসিথ মালিঙ্গা

- এক মরসুমে সর্বাধিক উইকেট: ৩২, ডোয়েন ব্রাভো

- সেরা বোলিং: ১৪-৬, সোহেল তানভির (রাজস্থান রয়্যালস) বনাম চেন্নাই সুপার কিংস, ২০০৮

- সেরা ইকোনমি রেট: ৬.৫৪, সুনীল নারাইন

- সর্বাধিক হ্যাটট্রিক: ৩, অমিত মিশ্র

ফিল্ডিং রেকর্ড ও পরিসংখ্যান

ফিল্ডিং রেকর্ড ও পরিসংখ্যান

- সর্বাধিক ক্যাচ: ৯৫, সুরেশ রায়না

- এক মরসুমে সর্বাধিক ক্যাচ: ১৯, এবি ডি ভিলিয়ার্স (আরসিবি), ২০১৬

- উইকেটরক্ষক হিসাবে সর্বাধিক শিকার: ১২৪ দীনেশ কার্তিক

অন্য়ান্য রেকর্ড ও পরিসংখ্যান

অন্য়ান্য রেকর্ড ও পরিসংখ্যান

- অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ: ১৫৯, এমএস ধোনি

- সর্বাধিক ম্যাচ হওয়া ভেন্যু: বেঙ্গালুরু, ৭৪টি

English summary
Let's take a look at some of the key IPL numbers and records right from the first edition of the tournament in 2008.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X