For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসছে আইপিএল ২০১৯, কী হতে পারে নাইট রাইডার্সের আদর্শ একাদশ - দেখে নিন

দেখে নেওয়া যাক আসন্ন আইপিএল ২০১৯-এ কী হতে পারে কলকাতা নাইট রাইডার্সের সেরা প্রথম একাদশ।

Google Oneindia Bengali News

আইপিএল ২০১৯ শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। আগামী ২৪ মার্চ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স, গত বারের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করছে দ্বাদশ আইপিএল অভিযান। আইপিএল-এ কিন্তু সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্সের পরেই সফলতম দল হল কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

বরাবরই তারকার থেকে কার্যকরি ক্রিকেটারদের দিকে ঝোঁক থাকে কেকেআর-এর কিন্তু গতবার বেশ দুর্বল দল গড়েই প্লে-অফে জায়গা করে নিয়ে চমকে দিয়েছিল তারা। এবার কিন্তু গতবারের মূল দলের বেশিরভাগটাই ধরে রেখে বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে দলে সামিল করে বেশ ভারসাম্যওয়ালা দল গড়েছে কেকেআর। সেই অর্থে তারকা না থাকায় আদর্শ টিম কম্বিনেশনের উপরই নির্ভর করছে তাদের সাফল্য।

টপ অর্ডার

টপ অর্ডার

যদি ক্রিস লিনকে পাওয়া যায়, তবে আদর্শ ওপেনিং জুটি অবশ্য়ই ক্রিস লিন ও সুনীল নারাইন। এই দুই ক্রিকেটার দীর্ঘদিন কেকেআর-এ আছেন, এবং একসঙ্গে বহু ম্য়াচে ওপেনও করেছেন। লিনকে না পাওয়া গেলে ওপেনে নামানো উচিত রবিন উথাপ্পাকে। ওপেনারদের পর ৩ নম্বর আশা উটিত তরুণ তুর্কি শুভমান গিল-এর। যে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খ্য়াতি পান শুভমান সেখানেও তিনি ৩ নম্বরেি খেলতেন। গতবার কিন্তু কেকেআর-এর মিড অর্ডারে তাঁর পুরো ক্ষমতা প্রকাশ পায়নি।

মিডল অর্ডার

মিডল অর্ডার

উথাপ্পা ওপেন না করলে ৪ নম্বরে তাঁরই আসা উচিত। আর তিনি ওপেন করলে চারে খেলানো উচিত নীতিশ রানা-কে। গতবার ১৫টি ম্য়াচ খেলে ৩০০-এর উপর রান করেছিলেন। ৫ নম্বরে অবশ্যই কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে, ইনিংস ধরতে পারবেন, আবার প্রয়োজনে বড় শটও খেলতে পারেন।

অলরাউন্ডার

অলরাউন্ডার

৬ নম্বরে অবশ্যই আসবেন এই মুহূর্তে টি২০ ক্রিকেটের সেরা অলরাউন্ডার আন্দ্রে রাশেল। কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় দ্রিত রান তুলতে পারদর্শী তিনি। তাঁর পরের জায়গায় কেকেআর-এর নামানো এই বারই দলে নেওয়া আরেক ক্যারিবিয়ান জোরে বোলার অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটকে। রাশেলের মতোই বল ও ব্য়াট হাতে সমান ভয়ঙ্কর তিনি।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

প্রথম ৭ জনের মধ্য়েই কেকেআর-এর হাতে ৩ জন জোরে বোলার ও ৩ জন স্পিনার রয়েছে। তাদের মধ্য়ে সুনীল নারাইন এক বিদেশীর জায়গাও নিয়ে রেখেছেন। তাই বাকি বোলাররা ভারতীয়ই হওয়া উচিত। কুলদীপ যাদব অবশ্যই দ্বিতীয় স্পিনার এবং প্রসিদ্ধ কৃষ্ণ এক জোরে বোলার। বাকি এক বোলারের জায়গায় পরিবেশ পরিস্তিতি অনুযায়ী বিভিন্ন জনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যেতে পারে। কেকেআর-এর হাতে থাকবে শিবম মাভি, কমলেশ নাগারকোটি ও পিযুষ চাওলা। লিন না খেললে এঁদের মধ্যে দুজনকে খেলানো যেতে পারে।

আদর্শ একাদশ

আদর্শ একাদশ

সুনীল নারাইন, ক্রিস লিন/ রবিন উথাপ্পা, শুভমান গিল, রবিন উথাপ্পা/ নীতিশ রানা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাশেল, কার্লোস ব্রেথওয়েট, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি/ পিযুষ চাওলা, ও কমলেশ নাগারকোটি/ পিযুষ চাওলা।

সম্পূর্ণ স্কোয়াড

সম্পূর্ণ স্কোয়াড

দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শুভমান গিল, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, নীতিশ রানা, কমলেশ নাগরাকোটি, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, পিযুষ চাওলা, কার্লোস ব্রেথওয়েট, লোকি ফার্গুসন, আনরিখ নর্তজে, নিখিল নায়েক, হ্যারি গার্নি, পৃথ্বী রাজ ইয়ারা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্ধে।

English summary
Let's take a look at what could be the best playing eleven for the Kolkata Knight Riders in the upcoming IPL 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X