For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯, ২ সপ্তাহে ৪ ম্য়াচ! কটি খেলা পেল ইডেন - জেনে নিন কেকেআর-এর সময়সূচী

এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০১৯ সময়সূচী।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আইপিএল ২০১৯-এর সময়সূচী ঘোষণা করল বিসিসিআই। সূচী জানানো প্রথম ২ সপ্তাহের। বাকিটা ২০১৯ লোকসভার দিন ঘোষণার পরই জানানো হবে। সেই সঙ্গে এও বলা হয়েছে লোকসভার দিনের সঙ্গে যদি প্রকাশিত সূচীর দিন নিয়ে সমস্যা হয়, তাহলে প্রয়োজন মতো বিকল্প দিন ঘোষণা করা হবে। সেই সঙ্গেই বাকি মরসুমের সূচী জানিয়ে দেওয়া হবে।

প্রথম ২ সপ্তাহেই মোট ১৭টি ম্যাচ খেলা হবে। দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ৫টি করে ম্যাচ খেললেও বাকি ৫ দলের মতো প্রথম দুই সপ্তাহে কেকেআর-কেও খেলতে হবে ৪টি ম্যাচ। আগামী ২৩ মার্চ চেন্নাইয়ে, প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আর কেকেআর আইপিএল অভিযান শুরু করছে ২৪ মার্চ ইডেন গার্ডেন্সেই।

সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)

সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)

আইপিএল ২০১৯-এর দ্বিতীয় দিন অর্থাত ২৪ মার্চ ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এইবারের আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।

স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রশিদ খান, সাকিব আল হাসান, বিলি স্ট্যানলাকে, কেন উইলিয়ামসন, মহম্মদ নবি, ভুবনেশ্বর কুমার, মনিষ পাণ্ডে, টি নটরাজন, রিকি ভুই, সন্দীপ শর্মা, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, বাসিল থাম্পি, দীপক হুডা, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, ঋদ্ধিমান সাহা, জনি বেয়ারস্টো, ও মার্টিন গাপ্টিল।


কিংস ইলেভেন পাঞ্জাব (কলকাতা)

কিংস ইলেভেন পাঞ্জাব (কলকাতা)

৩ দিন পরেই ২৭ মার্চ ফের ইডেনে খেলতে দেখা যাবে নাইটদের। এই ম্যাচের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব।

স্কোয়াড: ক্রিস গেইল, ডেভিড মিলার, করুণ নায়ার, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, আর অশ্বিন, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাই, মুজিব উর রহমান, মনদিপ সিং, মুরুগান অশ্বিন, হরপ্রীত ব্রার, অগ্নিবেশ আয়াচি, প্রবিসম্রান সিং, দর্শন নালাকাঁড়ে, আরশদীপ সিং, হার্ডাস বিলজোয়েন, স্যাম কুর্রান, বরুণ চক্রবর্তী, সরফরাজ খান, মহম্মদ সামি, নিকোলাস পুরান, ও মোজেস এনরিকে।

দিল্লি ক্যাপিটাল্স (দিল্লি)

দিল্লি ক্যাপিটাল্স (দিল্লি)

৩০ মার্চ তৃতীয় ম্য়াচটি বেগুনি-সোনালিদের খেলতে হবে রাজধানীতে। প্রতিপক্ষ ডেয়ারডেভিলস থেকে ব্র্যান্ড পাল্টে নতুন করে গড়ে ওঠা দিল্লি ক্যাপিটাল্স।

স্কোয়াড: শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, ঋষভ পন্থ, মনজোৎ কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, জয়ন্ত যাদব, রাহুল তেয়াটিয়া, হর্ষল প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, সন্দীপ লামিছানে, আবেশ খান, শিখর ধাওয়ান, বান্দারু আয়াপ্পা, জলজ সাক্সেনা, ইশান্ত শর্মা, হনুমা বিহারী, অক্ষর প্যাটেল, অঙ্কুশ বেইনস, নাথু সিং, কলিন ইনগ্রাম, শারফানে রাদারফোর্ড, ও কিমো পল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (বেঙ্গালুরু)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (বেঙ্গালুরু)

৫ এপ্রিল বেঙ্গালুরুতে বিরাট কোহলির দলের বিরুদ্ধে খেলতে হবে কেকেআর-কে।

স্কোয়াড: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, পার্থীব প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, মঈন আলি, কলিন ডে গ্র্যান্ডহোমি, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, টিম সাউদি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলবন্ত খেজ্রোলিয়া, নাথান কুল্টার-নাইল, মার্কাস স্টইনিস, শিমরন হেতমায়ার, গুরুকিরাত সিং, দেবদত্ত পড়িকল, শিবম দুবে, হেনরিখ ক্লাসেন, হিম্মত সিং, মিলিন্দ কুমার, প্রয়াস রায় বর্মন, ও আকাশদীপ নাথ।

কেকেআর-এর সম্পূর্ণ স্কোয়াড

কেকেআর-এর সম্পূর্ণ স্কোয়াড

দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, শুভমান গিল, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শিবম মাভি, কুলদীপ যাদব, পিযুষ চাওলা, কমলেশ নাগারকোটি, প্রসিদ্ধ কৃষ্ণ, কার্লোস ব্রেথওয়েট, লোকি ফার্গুসন, অ্যানরিখ নর্ট্জে, নিখিল নায়েক, হ্যারি গার্নে, পৃথ্বী রাজ ইয়ারা, জো ডেনলি, ও শ্রীকান্ত মুন্ধে।

English summary
Let's take a look at the IPL 2019 schedules of Kolkata Knight Riders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X