For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল এবার আরও বড়! ফাইনাল কবে? রিপোর্ট

আইপিএল এবার আরও বড়। ২০২০ সালে আরও বেশি দিন জুড়ে এবার আইপিএল খেলা হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

আইপিএল এবার আরও বড়। ২০২০ সালে আরও বেশি দিন জুড়ে এবার আইপিএল খেলা হতে চলেছে।

কতদিনের টুর্নামেন্ট

কতদিনের টুর্নামেন্ট

সূত্রের খবর, ২০২০ সালের আইপিএল এবার ৫৭ দিন ধরে হতে চলবে। এবারের টুর্নামেন্টে কোনও ডবল হেডার থাকছে না। প্রতিদিন একটি করেই ম্যাচ খেলা হবে। সম্ভবত এবার সন্ধ্যে ৭.৩০ মিনিট থেকে খেলা শুরু হবে।

ফাইনাল কবে

ফাইনাল কবে

চূড়ান্ত সূচি তৈরি না হলেও ২৪ মে টুর্নামেন্ট শেষ হতে চলেছে। টুর্নামেন্ট শুরু হতে পারে ২৯ মার্চ।

কেন আগে শুরু

কেন আগে শুরু

জানা গিয়েছে, ব্রডকাস্টাররাই ম্যাচ আগে শুরু করার পক্ষে। টিআরপির কারণেই তারা সন্ধ্যের ম্যাচগুলি সন্ধ্যে ৭.৩০ মিনিটে শুরু করার পক্ষে। ম্যাচ দেখে দর্শকদের রাতে বাড়ি ফেরার সময় অনেক সমস্যা হয়। সেই সঙ্গে গভীর রাত পর্যন্ত ম্যাচ হলে অনেকেই মাঝপথে টিভি ছেড়ে ঘুমাতে যান। সেকারণেই সময় পরিবর্তন করে ৭.৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হতে পারে।

 ফ্র্যাঞ্চাইজিদের মত কী?

ফ্র্যাঞ্চাইজিদের মত কী?

ফ্র্যাঞ্চাইজিদের মতে, এই সময় ম্যাচ দিলে নিত্যদিন দর্শকরা মাঠমুখী হতে সমস্যায় পড়বেন। সময় পরিবর্তন নিয়ে এক ফ্র্যাঞ্চাইজির মত, 'মেট্রো সিটিগুলিতে ট্রাফিক অনেক। সেক্ষেত্রে ৬টায় অফিস থেকে বেড়িয়ে পরিবার নিয়ে ৭.৩০ মিনিটের মধ্যে মাঠে আসা দুসাধ্য ব্যাপার। সেকারণে ম্যাচ শুরুর সময় এগিয়ে দেওয়ার আগে সেক্ষেত্রে অন্য সমস্যাগুলো আগে থেকে ভাবা উচিত। '

English summary
IPL 2020: 57-days longer window, no double headers,final on 24 May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X