For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: ৯ বছরের সম্পর্কে ইতি, রাজস্থানে অতীত রাহানে, কোথায় যাচ্ছেন জেনে নিন

১৯ ডিসেম্বর কলকাতায় প্রথমবারের জন্যে আইপিএলের নিলামের আসর। তার আগে ট্রান্সফার উইন্ডোতে কেনা বেচা চলেছে। জানা যাচ্ছে ৯ বছরের সম্পর্কে ইতি টেনে অজিঙ্ক রাহানে রাজস্থান রয়্যাল ছাড়তে চলেছেন।

  • |
Google Oneindia Bengali News

১৯ ডিসেম্বর কলকাতায় প্রথমবারের জন্যে আইপিএলের নিলামের আসর। তার আগে ট্রান্সফার উইন্ডোতে কেনা বেচা চলেছে। জানা যাচ্ছে ৯ বছরের সম্পর্কে ইতি টেনে অজিঙ্ক রাহানে রাজস্থান রয়্যাল ছাড়তে চলেছেন। বেগুণী জার্সির এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সফল ছিলেন রাহানে।

নরেন্দ্র মোদীর ৬৬-তে পা

নরেন্দ্র মোদীর ৬৬-তে পা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৬ তম জন্মদিনটাও শুরু করলেন তাঁর মা হীরাবেন এর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে সব দায়িত্ব পালনের পাশাপাশি জন্মদিনে তিনি মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য গুজরাতে গিয়েছিলেন গত বছরও। এবছরেও তার ব্যতিক্রম ঘটেনি।

কোথায় যাচ্ছেন রাহানে

কোথায় যাচ্ছেন রাহানে

টান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে বৃহস্পতিবার চুক্তি হতে চলেছে। জানা গিয়েছে রাহানের নতুন ঠিকানা এবার দিল্লি। বৃহস্পতিবার ট্রেডিং সম্পূর্ণ হলে দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন রাহানে। ৪ কোটির টাকার অর্থমূল্য দিল্লিতে যাচ্ছেন অজিঙ্ক। সম মূল্যের দামে দিল্লি থেকে দুই ক্রিকেটারকে নেবে রাজস্থান।

বকেয়া অর্জুন পুরস্কার পেলেন রোহিত-রাহানে

বকেয়া অর্জুন পুরস্কার পেলেন রোহিত-রাহানে

অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মাকে অর্জুন পুরস্কার দেওয়া হল। ভারতীয় দলের হয়ে বিদেশ সফরে থাকায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে নির্ধারিত দিনে এই পুরস্কার নিতে পারেননি রাহানে ও রোহিত। সেজন্য শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল।

আরও শক্তি বাড়ল দিল্লির

আরও শক্তি বাড়ল দিল্লির

রাহানের সঙ্গে দিল্লিতে এবার থাকবেন রবিচন্দ্রন অশ্বিন। ব্য়াটিংয়ে জাতীয় দলের সতীর্থ শিখর ধাওয়ানকেও সঙ্গে পাবেন তিনি। ওপেনিংয়ে সম্ভবত শিখরের শঙ্গে পৃথ্বী শ। তিনে রাহানে, চারে শ্রেয়স আইয়ার, পাঁচে পন্থ, ছয়ে হনুমা বিহারী, সাতে অশ্বিন।

আমন্ত্রিত আজহার

আমন্ত্রিত আজহার

মহম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এল বিসিসিআই। কানপুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ৫০০-তম টেস্টে দেশের জীবিত সব প্রাক্তন অধিনায়কের সঙ্গে আজহারকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার দায়ে আজীবন নির্বাসিত আজহারকে আমন্ত্রণ জানানো হবে না বলে আগে বোর্ড সূত্রে জানা গিয়েছিল।

ফের ক্যাপ্টেন হতে পারেন স্মিথ

ফের ক্যাপ্টেন হতে পারেন স্মিথ

গত বছর আইপিএলে ফিরলেও ক্য়াপ্টেন ছিলেন না। এবার অজিঙ্ক রাহানে রাজস্থান দল ছাড়ায় ফের দু'বছর পর ফের দলের অধিনায়ক হতে পারেন স্টিভ স্মিথ। ২০১৮ ও ২০১৯ দুই মরসুম রাজস্থানকে নেতৃত্ব দেন রাহানে। ২০১৮ সালে বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়ানোর কারণে নির্বাসনের দরুণ আইপিএলে ছিলেন না স্মিথ।

গোরক্ষকদের মারধরে মৃত্যু

গোরক্ষকদের মারধরে মৃত্যু

গুজরাতে চারদিন আগে গোরক্ষকদের মারধরে ২৯ বছরের এক যুবক গুরুতর জখম হয়েছিলেন বলে অভিযোগ। শুক্রবার আহমেদাবাদের হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মহম্মদ আয়ুব।

আইপিএলে রাহানের রান

আইপিএলে রাহানের রান

রাজস্থান রয়্যালসের হয়ে ৯ বছরে ১৪০ ম্যাচ খেলে রাহানে ৩৮২০ রান করেন রাহানে। সব মিলিয়ে ডানহাতি ব্যাটসম্যানের ঝুলিতে ২টি শতরান ও ২৭টি অর্ধশতরান রয়েছে।

জাল নথি, শহরে পুলিশ-জালে ২ ছাত্রী

জাল নথি, শহরে পুলিশ-জালে ২ ছাত্রী

আরজি কর মেডিকেল কলেজে ভর্তি হতে এসে পুলিশের জালে দুই ছাত্রী। অভিযোগ, তারা ভুয়ো পরিচয়ে জাল নথিপত্র নিয়ে ভর্তি হতে এসেছিল। কর্তৃপক্ষ তা বুঝতে পেরে পুলিশে খবর দেয়। গ্রেফতার করা হয় দুই ছাত্রীকে। তারা রাজস্থান থেকে এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ।

রামপুরহাটে ট্রেনে দুঃসাহসিক ডাকাতি, মালদহে যাত্রী-বিক্ষোভ

রামপুরহাটে ট্রেনে দুঃসাহসিক ডাকাতি, মালদহে যাত্রী-বিক্ষোভ

চলন্ত ট্রেন দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুঠ করা হল কলকাতা-বিহারগামী যোগবাণী এক্সপ্রেসে। শুক্রবার রাতে রামপুরহাট স্টেশনের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। শনিবার ভোররাতে ট্রেনটি মালদহ টাউন স্টেশনে দাঁড়ানোর পরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আরপিএফ।

রাতে রাজাবাগান এলাকায় চলল গুলি

রাতে রাজাবাগান এলাকায় চলল গুলি

রাতের শহরে শহরে দুষ্কৃতীরাজ। চলল গুলি। রাজাবাগান এলাকার ঘটনা। দুই দুষ্কৃতীকে তাড়া করে বাসিন্দারা। এক জনকে ধর ফেলার পর শুরু হয় গণপ্রহার। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ধৃত দুষ্কৃতীকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। দুষ্কৃতীদের সঙ্গে রিকশাচালকের বচসা বাধে। তখনই গুলি চালানো হয় বলে অভিযোগ। লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। এরপরই তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

এসএসবি জওয়ানের রহস্য মৃত্যু

এসএসবি জওয়ানের রহস্য মৃত্যু

জলপাইগুড়িতে এসএসবি জওয়ানের রহস্য মৃত্যু। নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যা বলে অনুমান। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

কাঁথিতে গৃহবধূর কঙ্কাল উদ্ধার

কাঁথিতে গৃহবধূর কঙ্কাল উদ্ধার

বাপের বাড়ির মেঝে খুঁড়ে মিলল বধূর কঙ্কাল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। মাটি খুঁড়তে গিয়ে পচা দুর্গন্ধ বের হয়। তারপরই বের হয় কঙ্কাল। ২০১৫র নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ।

নিঃসঙ্গ অধীর!

নিঃসঙ্গ অধীর!

বহরমপুর পুরসভার কংগ্রেস পুরপ্রধান সহ কাউন্সিলররা আজই যোগ দিচ্ছেন তৃণমূলে। কংগ্রেসের গড়ে অধীর একা হয়ে যাচ্ছেন, মন্তব্য তৃণমূল নেতা মান্নান হোসেনের। একই দিনে জঙ্গিপুর ও ধূলিয়ান পুরসভাও বামেদের হাতছাড়া হতে চলেছে।

ফের অটোর বলি ১

ফের অটোর বলি ১

হাওড়ার উলুবেড়িয়ায় অটো উল্টে মৃত্যু হল এক বালকের। গুরুতর জখম হন সাতজন। মৃত বালকের নাম ভানু দাস। অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন বিচারপতি কলকাতা হাইকোর্টে

নতুন বিচারপতি কলকাতা হাইকোর্টে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন বিচারপতি গিরীশ গুপ্ত। এদিনই বিজ্ঞপ্তি জারি করে তাঁর দায়িত্বভার গ্রহণের কথা জানানো হয়। প্রধান বিচারপতি মল্লিকা চেল্লুর বদলি হয়ে মুন্বই হাইকোর্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বিচারপতি গিরীশ গুপ্তই অস্থায়ী বিচারপতির দায়িত্বে ছিলেন।

শহরের রাস্তায় ধস

শহরের রাস্তায় ধস

ফের শহরের রাস্তায় ধস নামল। গোলপার্কের সামনে ধস নামে রাস্তায়। বসে যাওয়া রাস্তাটি ঘিরে রাখা হয়েছে। কলকাতা পুরসভার তরফে চটজলদি ব্যবস্থা নেওয়া হয়েছে। শীঘ্রই মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। তৎপর পুরকর্মীরা।

মাইক বাজানোর প্রতিবাদ করে আক্রান্ত

মাইক বাজানোর প্রতিবাদ করে আক্রান্ত

ফের প্রতিবাদী আক্রান্ত। তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক দম্পতি। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। রড দিয়ে তাঁদের বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। আক্রান্ত প্রতিবাদী দম্পতি গুরুতর জখম অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি।

English summary
IPL 2020: Ajinkya Rahane to leave Rajasthan Royals will join dc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X