For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০-এর আগে বিধ্বংসী ফর্মে হার্দিক পান্ডিয়া, ৩৯ বলে হাঁকালেন ১০৫ রান!

আইপিএল ২০২০-এর আগে বিধ্বংসী ফর্মে হার্দিক পান্ডিয়া, ৩৯ বলে হাঁকালেন ১০৫ রান!

  • |
Google Oneindia Bengali News

মার্চে শুরু আইপিএল, তার আগে ডি ওয়াই পাতিল টি-২০ টুর্নামেন্টে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন হার্দিক পান্ডিয়া।

হার্দিকের মারকাটারি ইনিংসের ঝলক

ডি ওয়াই পাতিল টি২০ কাপের ম্যাচে সি গ্রুপে সিএজির বিরুদ্ধে রিলায়ন্স ১-এর হয়ে ৩৯ বলে হার্দিক ১০৫ রান করেন। হার্দিকের ইনিংস ৮টি চার ও ১০টি ছয় দিয়ে সাজানো। হার্দিকের এই ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে রিলায়েন্স ১ দল ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫২ রান তুলতে পারে। ৩৭ বলে হার্দিক সেঞ্চুরি করেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সুযোগ পেতে পারেন হার্দিক

সামনেই ঘরের মাঠে মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ। ১২ মার্চ থেকে টুর্নামেন্টে শুরু। তার আগে এই মারকাটারি ইনিংসে হার্দিক যে নির্বাচকদের সার্চলাইটে পরে গেলেন বলা চলে।

চোট সারিয়ে প্রত্যাবর্তন

প্রায় ছয় মাস দেশের জার্সিতে ক্রিকেট থেকে বাইরে রয়েছেন হার্দিক। ২০১৯ সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ খেলেছিলেন। তারপর পিঠের চোট। সেই চোট সারাতে হার্দিককে অস্ত্রোপচার করাতে হয়।

ইংল্যান্ড থেকে অস্ত্রোপচারের পর দেশে ফিরে রিহ্যাব চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারায় সুযোগ হারান হার্দিক। এবার আইপিএলের আগে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন দেশের এক নম্বর অলরাউন্ডার।

নিজের পারফর্ম্যান্স নিয়ে হার্দিক যা বললেন

নিজের পারফর্ম্যান্স নিয়ে হার্দিক বলেন, 'প্রায় ৬ মাস ক্রিকেটের বাইরে। চোট সারিয়ে ফেরার পর দ্বিতীয় ম্যাচ। নিজেকে যাচাই করে নেওয়ার সেরা মঞ্চ ছিল। দুই ম্যাচের পারফর্ম্য়ান্সে খুশি।' উল্লেখ্য গত ম্যাচে রিয়ায়েন্স ১ দলের হয়ে হার্দিক ২৫ বলে ৩৮ রান করেন।

English summary
IPL 2020: Hardik Pandya smashes 10 sixes, Score 39-ball 105 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X