For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমিরশাহীতে আইপিএল খেলতে গিয়ে বিচের ধারে হোটেল পেতে পারেন বিরাটরা

আমিরশাহীতে আইপিএল খেলতে গিয়ে বিচের ধারে হোটেল পেতে পারেন বিরাটরা

  • |
Google Oneindia Bengali News

আমিরশাহীতে আইপিএল খেলতে গিয়ে বিচের ধারে হোটেল পাচ্ছেন বিরাটরা। ফ্র্যাঞ্চাইজি সূত্রে এমনটাই জানা গিয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে কোভিড-১৯ বায়ো সিকিউর প্রোটোকল মেনে খেলা হবে। সেখানে আইপিএলের পুরো সময়টাই ক্রিকেট- সার্পোট স্টাফদের ক্রিকেট মাঠ আর হোটেলেই কাটাতে হবে।

ক্রিকেটে বাঁধা-ধরা নিয়ম

ক্রিকেটে বাঁধা-ধরা নিয়ম

নিউ নর্মালের এমন বাঁধা-ধরা নিয়মের ক্রিকেটের সঙ্গে ক্রিকেটারদের কোনও পরিচয় নেই। আইপিএল খেলতে এসে ৫০ দিনেরও বেশি সময় ঘরবন্দি থাকতে হলে ক্রিকেটাররা মানসিক চাপে পড়তে পারেন।

বিনোদনের ব্যবস্থা

বিনোদনের ব্যবস্থা

বিনোদনের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি ইন্ডোর গেমসের বিভিন্ন ব্যবস্থা রাখছে বলে শোনা যাচ্ছে। কিন্তু এরপরও মার্চ থেকে ঘরবন্দি থাকার পর বিদেশে আইপিএল খেলতে গিয়ে ফের ঘরবন্দি হলে ক্রিকেটাররা হাঁপিয়ে উঠতে পারেন। বিরাট-ফিঞ্চদের মানসিক ফিটনেস ধরে রাখতে সেকারণেই নাকি বিচের ধারে হোটেল নেওয়া হতে পারে বলে খবর।

কেন বিচের ধারে হোটেল

কেন বিচের ধারে হোটেল

একেবারে বিচের ধারে হোটেল হলে, হোটেলের বাইরে সামাজিক দূরত্ববিধি মেনে কিছুটা সময়ে ক্রিকেটাররা সমুদ্রসৈকতে সময় কাটাতেও পারবেন। জৈব সুরক্ষা প্রোটকলে আটকালে, বিচ মুখী হোটল ও রির্সটে থাকলে ক্রিকেটাররা অবসরের সময় সমুদ্র সৈকতের দিকে তাকিয়ে অনেকটা সময় কাটিয়ে দিতে পারার সুযোগ পাবে বলে ম্যানেজমেন্ট মনে করছে।

বিচমুখী হোটেল আগ্রহ দেখাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি

বিচমুখী হোটেল আগ্রহ দেখাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি

শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই নয়, আইপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিচ ভিউকে মাথায় রেখে হোটেল নিতে চলেছে বলে খবর। প্রসঙ্গত বিরাটের দল অগাস্টের শেষ সপ্তাহে আমিরশাহীর উদ্দেশে বিমান ধরবে।

আইপিএল ২০২০ : প্রতি দলের অধিনায়ক সহ ক্রিকেটারদের তালিকা দেখে নেওয়া যাকআইপিএল ২০২০ : প্রতি দলের অধিনায়ক সহ ক্রিকেটারদের তালিকা দেখে নেওয়া যাক

English summary
IPL 2020: Kohli's RCB likely to stay in beach front properties in Dubai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X