For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: কেকেআর ক্রিকেটারদের কার পকেটে কত জেনে নিন

আইপিএল ২০২০: কেকেআর ক্রিকেটারদের কার পকেটে কত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

আইপিএল শুরুর বাকি আর মাত্র ২৫ দিন। চলতি মাসের শেষে ২৯ মার্চ আইপিএল শুরু। লিগের প্রথম ম্যাচে চেন্নাই-মুম্বই ডুয়েল। এরপরেই চিন্নাস্বামীতে ২০২০ আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। ৩১ মার্চ থেকে অভিযান শুরু করছে কেকেআর। নাইটদের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোর। একনজরে দেখে নেওয়া যাক, কেকেআর ক্রিকেটারদের কার পকেটে কত।

দীনেশ কার্তিক

২০১৮, ২০১৯ সালের পর এবার তৃতীয় বারের জন্য নাইটদের ক্যাপ্টেন দীনেশ কার্তিক। ২০১৮ সালের নিলামে দীনেশকে ৭.৪ কোটিতে কিনেছিল কেকেআর। দীনেশের অধিনায়কত্বে ২০১৮ সালে কেকেআর প্লেঅফ খেলছিল। ২০১৯ সালে পয়েন্ট তালিকায় কেকেআর পাঁচ নম্বরে শেষ করে।

প্যাট কামিন্স

২০২০ সালে নিলামে প্য়াট কামিন্সকে ১৫.৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। কুড়ির নিলামে এটাই কোনও ফ্র্যাঞ্চাইজির দ্বারা সবচেয়ে বেশি খরচ।

শুভমান গিল

২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর শুভমান গিলকে দলে নিয়েছিল কেকেআর। ১.৮ কোটিতে শুভমানকে দলে নেওয়া হয়েছিল।

ইয়ন মর্গ্যান

ইংল্যান্ডকে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ দেওয়া ইয়ন মর্গ্যানকে ২০২০ সালে নিলামে ৫.২৫ কোটি টাকায় কিনেছে কেকেআর।

আন্দ্রে রাসেল

২০১৭ আইপিএল মিস করার পরও তাঁকে ৭ কোটি টাকায় রিটেন করে কেকেআর। পরের দুই মরসুমেই রাসেল দারুণ খেলেছেন। বিশেষ করে ২০১৯ মরসুমে ৫১০ রান হাঁকান, সঙ্গে ১১টি উইকেট নিয়েছেন রাসেল।

কুলদীপ যাদব

চায়নাম্য়ান কুলদীপকে কেকেআর ২০১৪ সালে প্রথমবারের জন্য দলে নিয়েছিল। এরপর ২০১৮ সালে রাইট টু ম্যাচ কার্ডে ৫.৮ কোটি টাকা খরচে রিটেন করা হয়।

বরুণ চক্রবর্তী

২০২০ সালের নিলামে ৪ কোটি টাকায় স্পিনার বরুণ চক্রবর্তীকে দলে নিয়েছে কেকেআর।

নীতিশ রানা

২০১৮ নিলামে বাঁ-হাতি ব্যাটসম্যান নীতিশ রানাকে কেকেআর ৩.৪ কোটি টাকায় কিনেছে। দুই মরসুম নাইট জার্সিতে খেলে রানার ঝুলিতে ৬৪৮ রান রয়েছে।

টম ব্যান্টন

ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান টম ব্যান্টনকে ১ কোটি খরচে কিনেছে কেকেআর।

ক্রিস গ্রিন

২০ লাখ খরচে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্রিস গ্রিনকে নিয়েছে কেকেআর।

লকি ফার্গুসন

লকি ফার্গুসন

২০১৯ সালে ১.৬ কোটিতে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনকে কিনেছে কেকেআর।

হ্য়ারি গার্নি

হ্য়ারি গার্নি

২০১৯এর নিলাম থেকে ৭৫ লাখে ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি গার্নিকে কেনে নাইটশিবির।

সন্দীপ ওয়ারিয়ার

সন্দীপ ওয়ারিয়ার

২০১৯ আইপিএলে কেরালার এই অলরাউন্ডারকে পরিবর্ত হিসেবে ২০ লাখ খরচে নিয়েছে কেকেআর।

প্রসিদ্ধ কৃষ্ণা

২০১৮ সালে কমলেশ নাগারকটির পরিবর্ত হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়েছিল কেকেআর। ২০ লাখ টাকায় কৃষ্ণাকে দলে নেয় নাইটশিবির।

English summary
IPL 2020: Kolkata Knight Riders Cricketers salaries cap ahead of IPL 2020 ipl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X