For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০তে নেই কুড়ি-বিশের আইপিএল,২০২১ সালে ফিরবে টুর্নামেন্ট,করোনায় কারণে বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই

২০ তে নেই কুড়ি-বিশের আইপিএল,২০২১ ফিরবে টুর্নামেন্ট,করোনায় থাবা ১০০০ ছাড়াতে সিদ্ধান্তের পথে বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। জাতীয় বিপর্যয়ে মোকাবিলায় এখন প্রথম লক্ষ্য। করোনার থাবা থেকে ১৩০ কোটির দেশকে কীভাবে বাঁচানো যাবে, দিশা খুঁজে পেতে হিমসিম পরিস্থিতি। দেশে করোনা এখন দ্বিতীয় ও তৃতীয় স্টেজের মাঝে বলা যেতে পারে। তবে মৃত্যুর সংখ্যা ২৭ ছাড়ানোর আশঙ্কা বাড়ছেই। লকডাউনের পঞ্চম দিন শেষে সংক্রমিতের সংখ্যা ১০০০ ছাপিয়ে যাওয়ায় সামনের দিনগুলোয় ক্রিকেটের চেয়ে দেশের চিকিৎসা ও খাদ্যের যোগানই প্রধান মাথাব্যথা হতে চলেছে। তাই এবার আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।

 কী সেই সিদ্ধান্ত

কী সেই সিদ্ধান্ত

স্থগিত নয়, বাতিল হতে পারে আইপিএল ২০২০। বোর্ডের মুম্বই অফিস করোনার প্রার্দুভাবে বন্ধ হয়েছে। আধিকারিক-কর্মীরা ওয়ার্ক ফর্ম হোম করছেন। তবে বোর্ডের অন্দরে শোনা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলিও আইপিএল বাতিলের পক্ষে বিসিসিআইয়ের সিদ্ধান্তের সঙ্গে একমত। জাতীয় বিপর্যয়ে দেশে আক্রান্তের সংখ্যা হাতের নাগালের বাইরে গেলে চিকিৎসা করানো সম্ভব কিনা, সেই নিয়েই প্রবল দুঃশ্চিন্তা। এই অবস্থায় আইপিএল বন্ধের পক্ষে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে শোনা যাচ্ছে।

কবে হতে পারে সিদ্ধান্ত

কবে হতে পারে সিদ্ধান্ত

করোনা রুখতে দেশজুড়ে এখন ২১ দিনের লকডাউন পরিস্থিতি যেকারণে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে সবধরনের ক্রীড়াপ্রতিযোগিতা স্থগিত রাখা হয়েছে। মিলিয়ন ডলার ক্রিকেট লিগ আইপিএলও ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে। সেক্ষেত্রে ১৫ এপ্রিল লকডাউন উঠলে তখনই আইপিএল ২০২০ বাতিলের সিদ্ধান্ত আলোচনা করে জানাতে পারে বিসিসিআই।

ফ্যানেদের জীবন নিয়ে কোনও ঝুঁকি নয়

ফ্যানেদের জীবন নিয়ে কোনও ঝুঁকি নয়

আইপিএল কমিটির অন্দরের এক কর্তার বক্তব্য অনুযায়ী, 'দেশে এখন সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। এই পরিস্থিতিতে কোনভাবেই ক্রিকেট চলে না। কোনও ঝুঁকি নেওয়ার পরিবর্তে টুর্নামেন্ট ২০২১ সালে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিলমোহর পরতে চলেছে। শেষ পর্যন্ত প্রশাসন ও ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

২০২১তে কী নতুন নিলাম

২০২১তে কী নতুন নিলাম

না, ঐ কর্তার কথায় ২০২০ সালের আইপিএল ২০২১ সালে খেলা হবে। সেক্ষেত্রে নতুন কোনও নিলাম হবে না বলেই আইপিএল কমিটির অন্দরে খবর।

English summary
IPL 2020 likely to be cancelled soon due to the novel coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X