For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: কেকেআরে খেলা কোন পাঁচ ক্রিকেটার সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন

আইপিএল ২০২০: কেকেআরে খেলা কোন পাঁচ ক্রিকেটার সবচেয়ে বেশি ছয় হাঁকিয়েছেন

  • |
Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে আইপিএল। মুম্বইয়ের ওয়াংখেড়ের ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএল শুরু হতে চলেছে। ২৯ মার্চ লিগ শুরুর ম্যাচে মুখোমুখি চেন্নাই-মুম্বই। এরপর ৩১ মার্চ বেঙ্গালুরুতে অভিযান শুরু করবে কেকেআর। নাইট রাইডার্সের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্য ফ্র্যাঞ্চাইজিদের হয়ে আইপিএল শুরু করলেও বর্তমান কলকাতা নাইট রাইডার্সে খেলছেন এমন পাঁচ ক্রিকেটারকে নিয়ে রইল বিশেষ পরিসংখ্যান। বর্তমানে নাইট রাইডার্সে খেলছেন এমন পাঁচ ক্রিকেটার টুর্নামেন্টের ইতিহাসে কটি ছক্কা হাঁকিয়েছেন দেখে নেওয়া যাক।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

আইপিএলে এখনও পর্যন্ত আন্দ্রে রাসেল ৬৪টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৫২ ইনিংস ব্যাটিং করে রাসেলের সংগ্রহ ১৪০০ রান। ৮টি হাফ সেঞ্চুরি রয়েছে রাসেলের। টুর্নামেন্টের ইতিহাসে ১২০ টি ছক্কা হাঁকিয়েছেন। ২০১২ সাল থেকে আইপিএল খেলছেন রাসেল। ২০১৯ সালে রাসেল ৫২টি ছক্কা হাঁকান।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

নাইট রাইডার্সের বর্তমান অধিনায়ক আইপিএলে এখনও পর্যন্ত ১৮২টি ম্যাচ খেলেছেন। ১৬৩ ইনিংস ব্যাট করে কার্তিকের সংগ্রহ ৩৬৫৪ রান। টুর্নামেন্টের ইতিহাসে ১০১টি ছক্কা হাঁকিয়েছেন কার্তিক।

 নীতিশ রানা

নীতিশ রানা

বাঁ-হাতি নীতিশ রানা আইপিএলে এখনও পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলেছেন, টুর্নামেন্টের ইতিহাসে রানার সংগ্রহ ১০৮৫ রান। রানা আইপিএলের ইতিহাসে ৬০টি ছক্কা হাঁকিয়েছেন।

সুনীল নারিন

সুনীল নারিন

সুনীল নারিন আইপিএল কেরিয়ারের শুরু থেকেই কেকেআর খেলছেন।টুর্নামেন্টের ইতিহাসে ১১০ ম্যাচ খেলে নারিন ৭৭১ রান করেছেন। নারিনের ছক্কা সংখ্যা ৪৪।

ইয়ন মর্গ্যান

ইয়ন মর্গ্যান

অতীতে নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। ২০২০ নিলামে ফের মর্গ্যানকে দলে নিয়েছে কেকেআর। টুর্নামেন্টের ইতিহাসে ৫২ ম্যাচ খেলে মর্গ্যান ৮৫৪ রান হাঁকিয়েছেন। আইপিএলে মোট ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন মর্গ্যান। ২০১০ সালে মর্গ্যান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। এরপর ২০১১ ও ২০১৩ সালে মর্গ্যান নাইট রাইডার্সের হয়ে খেলেন। ২০১৪ সালে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নেন। ২০১৫ ও ২০১৬ সালে মর্গ্যান সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ২০১৭ সালে নিলাম থেকে মর্গ্যান কিংস ইলেভেন যান।

২০২০ আইপিএল ডু অর ডাই হতে চলেছে, এমন ভারতীয় ক্রিকেটারদের তালিকায় এক লেজেন্ডও২০২০ আইপিএল ডু অর ডাই হতে চলেছে, এমন ভারতীয় ক্রিকেটারদের তালিকায় এক লেজেন্ডও

English summary
ipl 2020: Most Sixes in tournament by 5 Batsmans who currently playing For kkr
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X