IPL 2020 দলগুলি
আইপিএলের ১৩তম সংষ্করণ শুরু হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ। আটটি দল চূড়ান্ত লড়াইয়ে নামছে। গতবারের মতোই এবারের আইপিএলও চূড়ান্ত আকর্ষণীয় হতে চলেছে এবং সব দলই ট্রফি পেতে ঝাঁপাবে তাতে কোনও সন্দেহ নেই। দেখে নেওয়া যাক আটটি দল সম্পর্কে বিস্তারিত নানা তথ্য।