For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল এর প্রথম ম্যাচের টিকিট চাই? মাত্র ২৪,০০০ টাকা দিন

Google Oneindia Bengali News

আইপিএল এর প্রথম ম্যাচের টিকিট চাই? মাত্র ২৪,০০০ টাকা দিন
আবু ধাবি, ১১ এপ্রিল : আগামী ১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল ৭। ইতিমধ্যেই আবু ধাবিতে আইপিএল-এর প্রথম ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি রাজি থাকেন এখনও টিকিট কিনতে পারেন। শুধু টিকিটের আসল দামের ২০ গুণ টাকা দিলেই হবে। এই ধরুণ ২৪,০০০ টাকা।

আহা চক্ষু চড়কগাছ যে। 'গাল্ফ নিউজ' তো অন্তত এমনটাই জানাচ্ছে। ১৬ তারিখ আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ানও ও কলকাতা নাইট রাইডার। এই ম্যাচের টিকিট এখন বাজারে 'ব্ল্যাক' হতে শুরু করেছে। ৮০ দিরহামের (ভারতীয় মুদ্রায় ১২৮০ টাকা) টিকিট বিক্রি হচ্ছে ১৫০০ দিরহামে (ভারতীয় মুদ্রায় যা ২৪০০০ টাকা)।

সূত্রের খবর অনুয়ায়ী, রীতিমতো শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বিভাগে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে টিকিট। জনপ্রিয় ওয়েবসাইটে টিকিট দালালেরা ৮০ দিরহামের (ভারতীয় মুদ্রায় ১২৮০ টাকা) টিকিট ১৫০০ দিরহামে অর্থাৎ ভারতীয় মুদ্রা অনুযায়ী ২৪০০০ টাকায় বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিচ্ছেন।

আইপিএল-এর প্রথম ম্যাচের টিকিট ব্ল্যাকে প্রায় ২০ গুণ দামে বিক্রি হচ্ছে ইন্টারনেটে

সুত্রের তরফে জানানো হয়েছে, ম্যাচের যে টিকিটগুলি ইতিমধ্যে বিক্রি হয়েছে সেই একই টিকিটের জন্য ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ২০ গুণ বেশি দাম চাওয়া হচ্ছে। সূত্রের তরফে জানানো হয়েছে, রবিন নামে এক ব্যক্তি বেআইনিভাবে এই টিকিটগুলি ইন্টারনেটে বিক্রি করছে। এবং ম্যাচের টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে যে তা দ্রুত হারে বিক্রিও হয়ে যাচ্ছে। খবর মিলেছে, এই বিজ্ঞাপন ইন্টারনেটে দেওয়ার ১৫ মিনিটের মধ্য়ে ১৫ জন এই টিকিটের জন্য আগ্রহ দেখান ও পরে তা কিনেও নেন।

এমিরেটস ক্রিকেট বোর্ড এবং আবু ধাবি ক্রিকেট ক্লাবের সিইও জেভিড ইস্ট জানিয়েছেন, ইতিমধ্যেই প্রথম ২টি ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছে। এখন আর ওই ২ ম্য়াচের জন্য টিকিট পাওয়া যাবে না। তিনি জানিয়েছেন, আবু ধাবিতে প্রথম যে ২টি ম্যাচ হওয়ার কথা,তা সব বিক্রি হয়ে গিয়েছে। দুবাই ও সারজায় যে ম্যাচগুলি রয়েছে তার টিকিটেরও বেশ ভালরকম চাহিদা রয়েছে। এরকম কোনও সম্ভাবনা নেই যে এত তাড়াতাড়ি ওরা সেই টিকিটগুলোও বিক্রি করে দেবে।

ভারতে লোকসভা নির্বাচনের কারণে আইপিএল কে সরিয়ে আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। ২০টি ম্যাচ আরবে হবে। প্রথম পর্যায়ে ১৬ থেকে ৩০ এপ্রিল খেলা হবে। ২ মে থেকে আবার ভারতে ফিরে আসবে আইপিএল ৭। ১ জুন আইপিএল ৭ এর ফাইনাল হবে।

English summary
IPL 7: Tickets for MI-KKR game sold in black at Rs 24,000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X