For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ৯ : নাইট রাইডার্সের অভিজ্ঞতা বনাম ডেয়ারডেভিলসের তারুণ্য, জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ইডেন!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১০ এপ্রিল : দুবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর তৃতীয়বার কাপ জেতার লক্ষ্য নিয়েই আইপিএল ৯ সফর শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আজ, কলকাতার ইডেন গার্ডেন্সে তারণ্যে ভরপুর দিল্লির ডেয়ারডেভিলসদের মুখোমুখি হতে চলছে কেকেআর।

তবে এদিনের ম্যাচে লড়াইটা মূলত কলকাতার অভিজ্ঞতার সঙ্গে দিল্লির তারুণ্যের। যেখানে নাইট রাইডার্সের ২৩৬৫ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে এদিন খেলতে নামবে সেখানে দিল্লির ক্ষেত্রে ম্যাচের সংখ্যাটি মাত্র ১৪৭১। দুই দলের মধ্যে সবচেয়ে বেশী রান সংগ্রহকারী খেলোয়াড়ও কেকেআর-এর অধিনায়র গৌতম গম্ভীর। এদিনের ম্যাচে কলকাতার ট্রাম কার্ড নারিন না খেললেও তার বিকল্প হিসাবে রয়েছে পীযূষ চাওলা।

আইপিএল ৯ : নাইট রাইডার্সের অভিজ্ঞতা বনাম ডেয়ারডেভিলসের তারুণ্য, জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ইডেন!

অন্যদিকে এদিনের ম্যাচে সবার নজর থাকবে ডেয়ারডেভিল পবন নেগীর দিকে। কারণ ৮.৫ কোটি টাকায় দিল্লি কিনেছে এই তরুণ বোলারকে। টি-২০ ফরম্যাটের স্পেশালিস্ট পবন নেগী আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেন। এবছর তার নয়া ঠিকানা দিল্লি ডেয়ারডেভিল স্কোয়াড। স্পিন বলের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে ব্যাটও চালাতে পারেন। তবে বেশি দামের ট্যাগ মাথার উপর থাকলে চাপটাও বেড়ে যায়। এর আগে যেমন হয়েছিল যুবরাজ সিং ওদীনেশ কার্তিকের ক্ষেত্রে।

কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য ১১)
গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উত্থাপা, মণীশ পাণ্ডে, শাকিব আল হাসান, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, ব্র্যাড হগ/সুনীল নারিন, পীযূষ চাওলা/কুলদীপ যাদব, উমেশ যাদব, মর্নে মরকেল/জন হেস্টিংস

দিল্লি ডেয়ারডেভিলস (সম্ভাব্য ১১)
শ্রেয়াস আইয়ার, কুইনটন দে কক, সঞ্জু স্যামসন/ময়াঙ্ক আগরওয়াল, ডেপি জুমিনি, করুণ নায়ার, কার্লোস ব্রেথওয়েট, পবন নেগী, জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি, অমিত মিশ্র, ইমরান তাহির

English summary
IPL 9 : Knight Riders' experience v Daredevils' youth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X