For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2017 : ইতিহাস সৃষ্টি করে হায়দ্রাবাদে নাম লেখালেন দুই আফগান ক্রিকেটার

আইপিএলের মাধ্যমে প্রায় বিপ্লব ঘটে গেল আফগানিস্তান ক্রিকেটে। বিশ্বের সবচেয়ে আকর্ষক ও বিত্তশালী টি২০ টুর্নামেন্ট আইপিএলে খেলার সুযোগ পেলেন দুই আফগানিস্তানের ক্রিকেটার।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২০ ফেব্রুয়ারি : আইপিএলের মাধ্যমে প্রায় বিপ্লব ঘটে গেল আফগানিস্তান ক্রিকেটে। বিশ্বের সবচেয়ে আকর্ষক ও বিত্তশালী টি২০ টুর্নামেন্ট আইপিএলে খেলার সুযোগ পেলেন দুই আফগানিস্তানের ক্রিকেটার। বামন দল বলে বিশ্ব ক্রিকেটে পরিচিত আফগানিস্তানের মোট ৬ জন খেলোয়াড় এবছরের নিলামে সুযোগ পেয়েছিলেন।[আইপিএল ১০ : কোন দল কাকে কিনল, নিলামের সমস্ত আপডেট জেনে নিন একনজরে]

তার মধ্যে আফগান জাতীয় দলের দুই ক্রিকেটার রয়েছেন। একজন হলেন অভিজ্ঞ মহম্মদ নবি। আর একজন হলেন তরুণ তুর্কি রশিদ খান। দুজনকেই সানরাইজার্স হায়দ্রাবাদ দল এবারের মরশুমে দলে নিয়েছে।[IPL 2017 : কোন দলের খেলা কবে, কার বিরুদ্ধে, জেনে নিন পূর্ণাঙ্গ সূচী]

IPL 2017 : হায়দ্রাবাদে নাম লেখালেন দুই আফগান ক্রিকেটার

প্রথম আফগান ক্রিকেটার হিসাবে রেকর্ড সৃষ্টি করে আইপিএলে প্রথম সুযোগ করে নেন মহম্মদ নবি। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। এই টাকায় তাঁকে দলে নেয় হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। ফলে সেদেশ থেকে সুযোগ পাওয়া প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে সুযোগ পেলেন তিনি।[IPL 2017 : কলকাতা নাইট রাইডার্স খেলবে কবে কার বিরুদ্ধে, জেনে নিন সূচী]

এরপরে আফগানিস্তানের আর এক খেলোয়াড় রশিদ খানকেও তুলে নেয় হায়দ্রাবাদ। তবে তারজন্য অনেকটা বেশি টাকা খরচ করতে হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। কারণ রশিদের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। নিলামে বেশ ভালো দর ওঠে তাঁর। শেষপর্যন্ত ৪ কোটি টাকায় তাঁকে দলে পেয়েছে টম মুডির দল।[IPL 2017 : এবারের নিলামে সবচেয়ে বেশি দাম পেলেন এই ক্রিকেটাররা ]

English summary
IPL Auction 2017 : Two Afghanistan player named Mohammad Nabi and Rashid Khan gets contract from Sunrisers Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X