For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে লকডাউন, ১৫ এপ্রিল আইপিএল শুরু সম্ভব নয়, বললেন প্রাক্তন চেয়ারম্যান

করোনার জেরে লকডাউন, ১৫ এপ্রিল আইপিএল শুরু সম্ভব নয়, বললেন শুল্কা

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাসের প্রভাব যত বাড়ছে, তত স্তব্ধ হচ্ছে জনজীবন। এই পরিস্থিতি ১৫ এপ্রিল থেকে কী আদৌ আইপিএল শুরু করা সম্ভব, তা নিয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিলেন টুর্নামেন্টের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুক্লা। কী বললেন তিনি, দেখে নেওয়া যাক।

৮০০ টি সিলিন্ডার বিস্ফোরণ

৮০০ টি সিলিন্ডার বিস্ফোরণ

কর্ণাটকের চিন্তামণিতে একটি গুদামঘরের সামনে রাখা প্রায় ৮০০টি গ্যাস সিলিন্ডারের ধারাবাহিক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল এলাকায়। তিনটি লরিতে এই গ্যাস সিলিন্ডারগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বের ২১০টি দেশে করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে। সবমিলিয়ে বিশ্বব্যাপী প্রায় ৯৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২২৮ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা।

বিজেপিতে সাজিদ

বিজেপিতে সাজিদ

মুম্বইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি সাজিদ ওয়াজিদের সাজিদ।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানায় বিসিসিআই। ১৪ এপ্রিল ওঠার কথা কেন্দ্র আরোপিত প্রথম পর্যারের লকডাউন। ঘরবন্দির সময়সীমা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে ১৫ এপ্রিল যে টুর্নামেন্ট শুরু করা যাবে না, তা নিশ্চিত।

অন্তরা দাসের খুনে প্রাক্তন সহপাঠীর দিকেই সন্দেহ জোরালো হচ্ছে

অন্তরা দাসের খুনে প্রাক্তন সহপাঠীর দিকেই সন্দেহ জোরালো হচ্ছে

বেহালার তরুণী অন্তরা দাস খুনের প্রাক্তন সহপাঠীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার তত্ত্বই জোরালো হচ্ছে ক্রমশ। অন্তরার পরিবারের তির তাঁর একসময়ের সহপাঠী সন্তোষের দিকেই। সেই অভিযোগের ভিত্তিতেই সন্তোষ কুমারকে তলব করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তাঁর খোঁজও মিলেছে। তবে এখনও তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারেনি পুলিশ। তবে শীঘ্রই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

কী বললেন শুক্লা

কী বললেন শুক্লা

১৫ এপ্রিল থেকে কী আদৌ শুরু করা সম্ভব আইপিএল, এই প্রশ্নের প্রেক্ষিতে নতুন প্রশ্নই খাড়া করেছেন টুর্নামেন্টের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুল্কা। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা মোটেই সম্ভব নয়। প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ালে তো কোনও কথাই নেই। তাছাড়া এই মুহূর্তে ক্রিকেটের থেকেও মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজীব শুক্লা।

জঙ্গি হানায় মৃত ১

জঙ্গি হানায় মৃত ১

জম্মু-কাশ্মীরের বারামুলায় ফের জঙ্গিদের গুলিতে নিহত এক ব্যক্তি৷ সন্ধে নাগাদ সোপর টাউনে হামলা চালায় জঙ্গিরা৷ সোপর শহরের বেহরামপুরা এলাকায় এক ব্যক্তিকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।ঘটনাস্থলে মোতায়েন রয়েছে নিরাপত্তা রক্ষীরা৷

কত টাকা ক্ষতি

কত টাকা ক্ষতি

২০২০ আইপিএল না হলে আনুমানিক ৩৮০০ কোটিরও বেশি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআই ও টুর্নামেন্টের স্টেক হোল্ডারদের। সরাসরি ক্ষতি হতে পারে ৩২৬৯ কোটি টাকা। ইতিমধ্যেই ভিভো-কে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরশিপ দিয়েছে বিসিসিআই। চলতি বছর টুর্নামেন্ট না হলে সেখানেও ৪০০ কোটি টাকা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আবার সেন্ট্রাল স্পনসরশিপ থেকে ২০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়বে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন সংস্থা।

রোজভ্যালিকাণ্ডে সুদীপকে আর একবার নোটিশের পর ‘অন্য ব্যবস্থা’!

রোজভ্যালিকাণ্ডে সুদীপকে আর একবার নোটিশের পর ‘অন্য ব্যবস্থা’!

ফের রোজভ্যালিকাণ্ডে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। এদিনও সুদীপবাবু হাজিরা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপর আর একবার সিবিআই নোটিশ পাঠাবে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তখনও হাজিরা না দিলে 'অন্য ব্যবস্থা' গ্রহণ করা হবে সরাসরি জানিয়ে দিয়েছেন সিবিআই আধিকারিকরা। মোদী বিরোধী আন্দোলনে যত সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ততই সিবিআইও জাল বিস্তার করছে চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূলকে জড়াতে।

অগ্নি ৫ ক্ষেপণাত্রের সফল উৎক্ষেপণ

অগ্নি ৫ ক্ষেপণাত্রের সফল উৎক্ষেপণ

পরমাণু বহনক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 'অগ্নি-৫' এর সফল উৎক্ষেপণ করল ভারত। ওড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা ডিআরডিও।

অগাস্তাওয়েস্টল্যাল্ড : শর্তাধীন জামিন পেলেন এস পি ত্যাগী

অগাস্তাওয়েস্টল্যাল্ড : শর্তাধীন জামিন পেলেন এস পি ত্যাগী

৩৬০০ কোটি টাকার অগাস্তাওয়েস্টল্যাল্ড ভিভিআইপি চপার চুক্তি মামলায় জামিন পেলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী। তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত। ২ লক্ষ টাকার 'বেল বন্ড' দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

কংগ্রেসের বিক্ষোভ বিজেপি-র রাজ্য অফিসের সামনে

কংগ্রেসের বিক্ষোভ বিজেপি-র রাজ্য অফিসের সামনে

কংগ্রেসের বিক্ষোভ বিজেপি-র রাজ্য অফিসের সামনে। যুব কংগ্রেস কর্মীদের এই বিক্ষোভ মিছিলে বাধা দেয় বিজেপি কর্মীরা। দু'পক্ষের মধ্যে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। সেন্‌চরাল অ্যাভিনিউয়ের মোড় রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বাধে। লাঠিচার্জ করে পুলিশ। যানচলাচল স্তব্ধ।

English summary
IPL does not seem possible by 15 April, says Rajeev Shukla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X