For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল স্পট-ফিক্সিং-এর অভিযোগ থেকে মুক্ত শ্রীসন্থ, চহ্বান ও চান্ডিলা

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ জুলাই : আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে বেকসুর খালাস পেলেন অভিযুক্ত তিন ক্রিকেটার এস শ্রীসন্থ, অজিত চান্ডিলা ও অঙ্কিত চহ্বান। এই তিন খেলোয়াড়ই আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। [ আইপিএল কেলেঙ্কারি : সাসপেন্ড চেন্নাই ও রাজস্থান]

এদিন দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট জানায়, এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই এদের বেকসুর খালাস করা হয়। দিল্লি পুলিশ যে অভিযোগ এমেছিল তার কোনও বাস্তবতা না পাওয়া যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

আইপিএল স্পট-ফিক্সিং-এর অভিযোগ থেকে মুক্ত শ্রীসন্থ সহ তিন


এদিনের আদালতের সিদ্ধান্তের পর অজিত চান্ডিলা বিচারব্যবস্থার উপরে আস্থা প্রকাশ করে জানান, এমন কিছুই তিনি আশা করছিলেন। তিন বছর পর তিনি স্বস্তি পেয়েছেন বলেও জানান তিনি। অন্যদিকে শ্রীসন্থ রায় শোনার পরই আনন্দে আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়েন। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

২০১৩ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় বেটিং ও ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ ওঠে শ্রীসন্থের বিরুদ্ধে। তারপর বিসিসিআই তাঁকে ও অঙ্কিত চহ্বানকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নির্বাসিত করে।

English summary
IPL spot-fixing: Sreesanth, Chavan, Chandila cleared of all charges
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X