For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআইয়ের কাছে ছয়ের বদলে তিন দিনের কোয়ারেন্টান ও দলগত ডিনারের দাবি জানাল ফ্র্যাঞ্চাইজিরা

বিসিসিআইয়ের কাছে ছয়ের বদলে তিন দিনের কোয়ারেন্টান ও দলগত ডিনারের দাবি জানাল ফ্র্যাঞ্চাইজিরা

  • |
Google Oneindia Bengali News

ছয় নয়, আমিরশাহি পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইনের পক্ষে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। বুধবার ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে বোর্ডের কাছে এমন আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে।

কোয়ারেন্টাইন ইস্যুতে বিসিসিআইয়ের মত

কোয়ারেন্টাইন ইস্যুতে বিসিসিআইয়ের মত

করোনাকালে আমিরশাহিতে আইপিএল আয়োজন নিয়ে বোর্ড একগুচ্ছ নতুন নিয়ম এনেছে, যেখানে আমিরশাহিতে পৌঁছে ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে বিসিসিআই জানিয়েছিল।

আমিরশাহিতে পৌঁছনোর প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিনে করোনা পরীক্ষা

আমিরশাহিতে পৌঁছনোর প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিনে করোনা পরীক্ষা

বোর্ডের নির্দেশিকা অনুসারে আমিরশাহিতে পৌঁছনোর প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিনে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। তাতে পাশ করলেই অনুশীলন শুরু করা যাবে। এরপর সাপ্তাহিক কোভিড পরীক্ষার পক্ষেও বোর্ড মত দেয়। এবার ফ্র্যাঞ্চাইজিগুলি কোয়ারেন্টাইনের সময়ের মেয়াদ অর্ধেক করার পক্ষে প্রস্তাব দিল।

বাইরে থেকে হোটেলে খাবার আনার অনুমতি চাওয়া হয়েছে

বাইরে থেকে হোটেলে খাবার আনার অনুমতি চাওয়া হয়েছে

করোনা সংকটের মাঝে এবারে নতুন নিয়মে একেবারে অন্যরকম আইপিএল হতে চলেছে। ভাইরাসের সংক্রমণ যাতে না হয় সেই কারণে জৈব সুরক্ষা নিরাপত্তায় টুর্নামেন্ট হবে। এই নিয়ে এবার বিসিসিআইয়ের কাছে ফ্র্যাঞ্চাইজিগুলির পক্ষ থেকে বাইরের খাবার আনার অনুমতি চাওয়া হচ্ছে।

ক্রিকেটাররা ৮০ দিনেরও বেশি সময় সুরক্ষা বলয়ে বন্দি থাকতে চলেছেন

ক্রিকেটাররা ৮০ দিনেরও বেশি সময় সুরক্ষা বলয়ে বন্দি থাকতে চলেছেন

মাঠে প্র্যাকটিস, ম্যাচে বাইশ গজের লড়াই! এটুকু বাদ দিলে বাকি সময়টা করোনা নিরাপত্তার বিধি মেনে দলের প্রত্যেককেই হোটেলে বন্দি থাকতে হবে। ক্রিকেটাররা ৮০ দিনেরও বেশি ওই সুরক্ষা বলয়ে থাকবেন। সেই কারণে ক্রিকেটারদের মানসিক চাপ বাড়তে পারে বলে ফ্র্যাঞ্চাইজিদের মত।

বোর্ডের কাছে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে নৈশভোজের অনুমতি চাওয়া হচ্ছে

বোর্ডের কাছে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে নৈশভোজের অনুমতি চাওয়া হচ্ছে

এই চাপ কমাতেই ফ্র্যাঞ্চাইজিগুলি একাধিক পরিকল্পনা করছে। স্বাদ বদলানোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি বিভিন্ন বাণিজ্যিক ও স্পনসরের অনুষ্ঠানে ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করতে চাইছে। সেই সঙ্গে দলগত ও পারিবারিক নৈশভোজের পক্ষে ফ্র্যাঞ্চাইজিরা। বোর্ড এই নিয়ে তাদের নির্দেশিকায় কোনও স্পষ্ট ধারনা দেয়নি। তাই বোর্ডের কাছে ফ্র্যাঞ্চাইজিগুলির পক্ষ থেকে এই নিয়ে অনুমতি চাওয়া হচ্ছে।

অগাস্টে শুরু টি-২০'র ধামাকা টুর্নামেন্ট,আইপিএলের আগে ক্রিকেটফ্যানেদের নজরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগঅগাস্টে শুরু টি-২০'র ধামাকা টুর্নামেন্ট,আইপিএলের আগে ক্রিকেটফ্যানেদের নজরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

English summary
IPL teams want 3 days quarantine in UAE instead of 6 days proposed by bcci
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X