For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতরানের হ্যাটট্রিকে ইতিহাসে হনুমা বিহারি! জয়ের জন্য বড় লক্ষ্যমাত্রা দিল অবশিষ্ট ভারত

ইরানি কাপে প্রথম খেলোয়াড় হিসেবে শতরানের হ্যাটট্রিক করলেন হনুমা বিহারি। অবশিষ্ট ভারত জয়ের জন্য বিদর্ভকে ২৮০ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। 
 

  • |
Google Oneindia Bengali News

ইতিহাসে নাম উঠে গেল হনুমা বিহারীর। ইরানি কাপের দ্বিতীয় ইনিংসেও তিনি শতরান করলেন। ফলে প্রথম খেলোয়াড় হিসেবে শুক্রবার তিনি শতরানের হ্যাটট্রিক করলেন। বড় রান পেলেন রাহানে (৮৭) ও শ্রেয়স আইয়ার (৬১)-ও। সব মিলিয়ে অবশিষ্ট ভারত রঞ্জি বিজয়ী বিদর্ভের সামনে জয়ের জন্য ২৮০ রানের লক্ষ্যমাত্রা রাখল। দিনের শেষে বিদর্ভ ১ উইকেটে ৩৭ রান তুলেছে।

শতরানের হ্যাটট্রিকে ইতিহাসে হনুমা বিহারি

গত বছরও রঞ্জি জিতেছিল বিদর্ভ। ইরানি কাপে তাদের বিরুদ্ধে অবশিষ্ট ভারতের হয়ে হনুমা বিহারি ১৮৩ রান করেছিলেন। সব মিলিয়ে ইরানি কাপে পর পর তিনটি শতরান করেলন তিনি। এদিন তিনি করেন ৩০০ বলে ১৮০। মোট ১৯টি চার ও ৪টি ছয় মারেন। ভারতের টেস্ট সহঅধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে তিনি ২২৯ রান যোগ করেন। এরপর শ্রেয়স ৫২ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেনও। ৩ উইকেটে ৩৭৪ রান তুলে ইনিংস ছেড়ে দেয় অবশিষ্ট ভারত।

শেষ দিন জিততে গেলে বিদর্ভকে ২৪৩ রান করতে হবে। হাতে রয়েছে ৯টি উইকেট। এর আগে অক্ষয় কার্নেওয়ারের শতরানের জোরে প্রথম ইনিংসে ৯৫ রানের লিড পেয়েছিল বিদর্ভ।

English summary
Hanuma Vihari has become the first player to score a hat-trick of hundreds in the Irani Cup. Rest of India have set a 280-run target for Vidarbha to win.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X