For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই সভাপতি সৌরভের কোন কথায় উদ্বুদ্ধ প্রাক্তনী ইরফান, আইপিএল নিয়ে বার্তা

বিসিসিআই সভাপতি সৌরভের কোন কথায় উদ্বুদ্ধ প্রাক্তনী ইরফান, আইপিএল নিয়ে বার্তা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে আশাবাদী। বলেছেন ইতিবাচক কথা। তা শুনে উদ্বুদ্ধ হয়েছেন দেশের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। আইপিএল নিয়ে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।

ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বের ২১৩টি দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৮২ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে চার লক্ষ মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। ক্রিকেট পাগল মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্নাটকের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্ট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই।

কী বলেছিলেন সৌরভ

কী বলেছিলেন সৌরভ

করোনা ভাইরাসের ভয়াবহ আবহেও দেশে আইপিএল আয়োজন করা সম্ভব বলে জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, তাঁর নেতৃত্বাধীন বোর্ড এই টুর্নামেন্ট শুরু করার সবরকম চেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে দর্শকশূন্য মাঠে আইপিএল আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন মহারাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে সেপ্টেম্বর-অক্টোবরে টুর্নামেন্ট ফেলার চিন্তাভাবনা শুরু করেছে বিসিসিআই।

উদ্বুদ্ধ ইরফান

উদ্বুদ্ধ ইরফান

আইপিএল আয়োজন করার সবরকম চেষ্টা চালাচ্ছে বিসিসিআই, তা দেখে উদ্বুদ্ধ হয়েছে ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। বিশেষ করে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে যে ইতিবাচক বার্তা দিয়েছেন, তাত দেশের ক্রিকেটাররা আশার আলো দেখবেন বলে মনে করেন ইরফান। বোর্ড সভাপতির কথা শুনে আইপিএল নিয়ে তিনি নিজেও আশাবাদী হয়ে উঠেছেন বলে দাবি দেশের প্রাক্তন অল রাউন্ডারের।

English summary
Irfan Pathan is happy on Sourav Ganguly's statement about possibility of having IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X