For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তিরিশেই নাকি বুড়ো'! নির্বাচকদের কোন ইঙ্গিত ইরফান পাঠান ও সুরেশ রায়নার

'তিরিশেই নাকি বুড়ো'! নির্বাচকদের কোন ইঙ্গিত ইরফান পাঠান ও সুরেশ রায়নার

  • |
Google Oneindia Bengali News

গত জানুয়ারিতে ক্রিকেটকে বিদায় জানানো ভারতের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠান, নিজের এই সিদ্ধান্তের জন্য জাতীয় নির্বাচকদের দায়ী করলেন। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার কার্যত শেষ হওয়ার জন্য এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলকেই কাঠগড়ায় তুলেছেন দেশের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও।

ইরফান পাঠানের কেরিয়ার

ইরফান পাঠানের কেরিয়ার

ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ান ডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা ইরফান পাঠান তিন ফর্ম্যাটে যথাক্রমে ১০০, ১৭৩ ও ২৮টি উইকেট নিয়েছেন। তিন ফর্ম্যাটে যথাক্রমে ১১০৫, ১৫৪৪ ও ১৭২ রানও করেছেন ইরফান। ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন পাঠান। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার আট বছর পর ২০২০-র জানুয়ারিতে ক্রিকেটকে বিদায় জানান ইরফান।

সুরেশ রায়নার কেরিয়ার

সুরেশ রায়নার কেরিয়ার

ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ান ডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলা সুরেশ রায়না তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭৬৮, ৫৬১৫ ও ১৬০৫ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাতটি শতরানও রয়েছে তাঁর। জাতীয় দলে এখন আর সুযোগ পান না রায়না। এখন আইপিএল-ই তাঁর সম্বল।

তিরিশেই বুড়ো

তিরিশেই বুড়ো

৩৫ বছরের ইরফান পাঠান, ক্রিকেট থেকে তাঁর অবসরের জন্য জাতীয় নির্বাচকদের দায়ী করেছেন। প্রাক্তন সতীর্থ সুরেশ রায়নার সঙ্গে কথোপকথনে পাঠান বলেছেন, এ দেশের নির্বাচকরা, ক্রিকেটারদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রক্ষা করেন না। বিদেশে যেখানে ৩০ বছর বয়সে ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় (উদাহরণ হিসেবে মাইক হাসির নাম তুলেছেন ইরফান), ওই একই বয়সী খেলোয়াড়দের বুড়ো বলে ডাকা হয় বলে জানিয়েছেন ইরফান। তাঁর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশের প্রাক্তন অল রাউন্ডার।

ক্রিকেটে ফিরতে চান

ক্রিকেটে ফিরতে চান

ইরফান পাঠানের কথায়, জাতীয় নির্বাচকরা সঠিক ভাবে যোগাযোগ করলে তিনি অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরতে পারেন বলে জানিয়েছেন ইরফান পাঠান। বলেছেন, মাঠে নেমে তিনি ফের ঘাম-রক্ত ঝরাতে চান।

রায়না বনাম প্রসাদ

রায়না বনাম প্রসাদ

ভারতীয় দলে আর জায়গা না পাওয়ার জন্য দেশের প্রাক্তন জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদকে দায়ী করেছিলেন সুরেশ রায়না। যদিও প্রসাদের দাবি, ঘরোয়া ক্রিকেটে খারাপ পারফরম্যান্স করেছেন সুরেশ রায়না। তাছাড়া এ বিষয়ে তিনি রায়নার সঙ্গে কথা বলেছিলেন বলেও দাবি প্রসাদের। যদিও প্রাক্তন প্রধান নির্বাচকের সঙ্গে তাঁর কথা হয়নি বলেই জানিয়েছেন রায়না। তাঁকে নূন্যতম সম্মান প্রদর্শন করা হয়নি বলেও জানিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান।

অন্য লিগে খেলার ছাড়পত্র

অন্য লিগে খেলার ছাড়পত্র

বিসিসিআই-র নিয়ম অনুযায়ী ভারতীয় দলে খেলা কিংবা বোর্ডের অধীনে নাম নথিভূক্ত হওয়া কোনও ক্রিকেটার আইপিএল ছাড়া অন্য কোনও দেশের ক্রিকেট লিগে খেলতে পারবেন না। ভারতীয় দলে আর খেলার সুযোগ পান না সুরেশ রায়না। তাই বছরভর তাঁকে আইপিএলের দিকেই তাকিয়ে বসে থাকতে হয়। বাকি সময় তাঁকে বাড়িতে কাটাতে হয়। এই পরিস্থিতি থেকে বেরোতে বিসিসিআই-র কাছে নিয়ম বদলের আর্জি রেখেছেন ভারতীয় ব্যাটসম্যান। তাঁকে সমর্থন করেছেন ইরফান পাঠান।

মায়ের কোলে হার্দিক-বুমরাহরা,মাতৃদিবসে ক্রিকেটারদের মায়ের সঙ্গে কাটানো সোনালী মুহূর্ত দেখুন মায়ের কোলে হার্দিক-বুমরাহরা,মাতৃদিবসে ক্রিকেটারদের মায়ের সঙ্গে কাটানো সোনালী মুহূর্ত দেখুন

English summary
Irfan Pathan lashed out on BCCI selectors, Suresh Raina termed fight for respect
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X