For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসরের দিনে, সঙ্গাকারার সঙ্গে স্লেজিং মনে পড়ল ইরফান পাঠানের

বছরের শুরুতে ৪ জানুয়ারি বাইশ গজকে বিদায় জানালেন ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি অলরাউন্ডার ইরফান পাঠান। দেশের হয়ে প্রায় ১০ বছর ক্রিকেট খেলেন পাঠান।

  • |
Google Oneindia Bengali News

বছরের শুরুতে ৪ জানুয়ারি বাইশ গজকে বিদায় জানালেন ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি অলরাউন্ডার ইরফান পাঠান। দেশের হয়ে প্রায় ১০ বছর ক্রিকেট খেলেন পাঠান। বরোদার গলি থেকে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে উঠে এসে অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে দাপট দেখানো থেকে পাকিস্তানকে হারিয়ে ২০০৭ সালে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে এবার বাইশ গজকে বাই বাই জানালেন পাঠান। সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন বাঁ-হাতি ক্রিকেটার।

সঙ্গাকারার সঙ্গে পাঠানের স্লেজিং

সঙ্গাকারার সঙ্গে পাঠানের স্লেজিং

ক্রিকেট কেরিয়ার শেষ করার দিনে এক স্লেজিং পর্ব নিয়ে এবার মুখ খুললেন ইরফান। জানালেন দিল্লিতে একবার টেস্ট ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সঙ্গাকারার সঙ্গে স্লেজিংয়ে বাগযুদ্ধে জড়িয়েছিলেন। সেই স্মৃতি স্মরণ করে ইরফান বলেছেন, ' সেই ম্যাচে বীরু ভাইয়ের চোট ছিল। তাই আমাকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে(২০০৫সাল) ফিরোজ শাহ কোটলার ম্যাচে আমি দ্বিতীয় ইনিংসে ওপেন করি। ওপেনিং করে সেই ম্যাচে দারুণ খেলেছিলাম। ব্যাটে ৯৩ রানের ইনিংস খেলি।ম্যাচটিতে ভারত, শ্রীলঙ্কাকে ১৮৮ রানে হারিয়েছিল। সেই ম্যাচের কথা মনে পড়লে সঙ্গাকারার স্লেজিং পর্বের কথা মনে পড়ে।'

 পাঠান আরও যা বললেন

পাঠান আরও যা বললেন

সঙ্গে পাঠান জুড়েছেন, 'ব্যাটিং করার সময় ম্যাচের মোড় ঘুরে গিয়েছিল। শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচ বেড়িয়ে যেতে দেখে উইকেটের পিছন ছেকে সঙ্গাকারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করে। পাল্টা আমিও ওর পরিবার নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলাম। সম্ভবত সঙ্গা আমার বাবাকে নিয়ে কিছু বলেছিল, পাল্টা ধৈর্য্য হারিয়ে আমি ওর স্ত্রীকে নিয়ে কিছু বলে ফেলি।'

পরে কিংস ইলেভেনে একসঙ্গে খেলেছেন দুই ক্রিকেটার

পরে কিংস ইলেভেনে একসঙ্গে খেলেছেন দুই ক্রিকেটার

এখানে না থেমে পাঠান স্পোর্টস চ্যানেলের ঐ সাক্ষাৎকারে আরও বলেন, 'অতীতের কথা আমরা কেউই অবশ্য মনে রাখিনি। পরে দুজনে আইপিএলে এক দলের হয়ে খেলেছি। কিং ইলেভেন পঞ্জাবের হয়ে দুজনে ক্রিকেট খেলেছি। এরপর ওর স্ত্রীকে দেখে আমি অস্বস্তিতে পড়ি। সঙ্গা অবশ্য স্ত্রীকে বোঝায় এই সেই ক্রিকেটার যে তোমার নাম করে আমায় স্লেজ করেছিল। পরে পুরো ঘটনার বর্ণনা করে সঙ্গা স্ত্রীকে বুঝিয়েছিল, মাঠে শুরুটা সেই করেছিল। দুজনেই দুজনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে পরে অবশ্য বন্ধু হয়ে গিয়েছি। '
'

English summary
Irfan Pathan recalls sledge with sri lankan Kumar Sangakkara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X