For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিরঘুমে ইরফান, প্রিয় ছবির কথা জানিয়ে শোকপ্রকাশ সচিন-কোহলির

চিরঘুমে ইরফান, প্রিয় ছবির কথা জানিয়ে শোকপ্রকাশ সচিন-কোহলির

  • |
Google Oneindia Bengali News

চিরঘুমে বলিউড অভিনেতা ইরফান খান। মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার পিকুর রানা যেন তাঁর প্রাইভেট ট্যাক্সি চালিয়ে ফ্যানেদের গুডবাই জানিয়ে বিদায় নিলেন।বুধবার সকালে অভিনেতা ইরফান খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দেশের অন্যতম সেরা অভিনেতার বয়স হয়েছিল ৫৩ বছর।

যুদ্ধ জয় করেও হারলেন ইরফান

যুদ্ধ জয় করেও হারলেন ইরফান

বেশ কয়েক বছর আগে ইরফানের ব্রেন টিউমার ধরা পড়ে। চিকিৎসা করাতে অভিনয় জগৎ থেকে বেশ কিছুদিন ছুটি নিয়ছিলেন। দীর্ঘ লড়াইয়ে সেই যুদ্ধে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এরপর বলিউডে 'আংরেজি মিডিয়াম' ছবি দিয়ে কামব্যকে অভিনয় দিয়ে ফ্যানেদের সব অপেক্ষা ও পর্দায় তাঁকে দেখতে না পাওয়ার আক্ষেপ পূরণ করে দেন। যদিও অসুস্থতার কারণে তিনি ছবির প্রচারে অংশ নিতে পারেননি। কামব্যাকের পর আরও অনেক ছবি করার কথা থাকলেও সেই সফরটা দীর্ঘ হল না। মঙ্গলবার কোলন ইনফেকশন নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন। এরপরই বুধবার সবাইকে ছেড়ে চিরঘুমে ইরফান। বুধবার সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

সচিন তেন্ডুলকর যা লিখলেন

ইরফানের মৃত্যুর খবরে সিনে দুনিয়া- রাজনীতির দুনিয়া থেকে ক্রীড়াজগত গভীরভাবে শোকাহত।ক্রীড়াজগতের মানুষরা এদিন ইরফানের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেন। ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর। ট্যুইটে লিটল মাস্টার লেখেন,' ইরফানের এই মৃত্যু মেনে নেওয়া যায় না। খুবই খারাপ লাগছে ৷ আমার কাছে ও খুব পছন্দের সেরা অভিনেতাদের মধ্যে ছিল। আমি ওর ফ্যান ছিলাম। ইরফান অভিনীত প্রায় সব সিনেমাই দেখেছি ৷ শেষ ছবি আংরেজি মিডিয়াম সিনেমা এই সেদিন দেখলাম ৷ চরিত্রটার সঙ্গে ইরফানকে আলাদা করা যাচ্ছিল না। কী অবলীলায় ঐ চরিত্রে অভিনয়টা করে গিয়েছে।যেন ওর কাছে এটা কোনও ব্যাপারই ছিল না ৷ ইরফানের আত্মার শান্তি কামনা করি।'

বিরাট কোহলি যা লিখলেন

ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করে ভারত অধিনায়ক বিরাট কোহলি ট্যুইট করেন। টুইটে বিরাট লিখেছেন, 'ইরফানের প্রয়াণের খবর শুনে ভেঙে পড়লাম। ওনার মতো এত আলাদা ধরণের চরিত্রে খুব কম অভিনেতা অভিনয় করার ক্ষমতা রাখেন। ওনার আত্মার শান্তি কামনা করি।'

বীরেন্দ্র সেহওয়াগ লিখলেন

বীরেন্দ্র সেহওয়াগ শোকপ্রকাশ করে লিখেছেন, 'ইরফান খুবই গুণী অভিনেতা ছিলেন। অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। ওনার পরিবারের প্রতি আমরা সবাই সমব্যাথী।'

শিখর ধাওয়ান লিখেছেন

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান লিখেছেন, 'আপনার অভিনয় আমাদের মণিকোঠায় থাকবে।আমি আপনার কাজের দারুণ বড় ভক্ত। ইরফানজী আপনার আত্মার শান্তি কামনা করি।

সুরেশ রায়না লিখেছেন

শোকপ্রকাশে সুরেশ রায়না লিখেছেন,'আপনার অভিনয় দারুণভাবে মিস করব। ইরফান খান উচ্চমানের অভিনেতা ছিলেন। ওঁনার প্রয়াণে ভারতীয় সিনেমা জগতে শূন্যতা তৈরি হল।

অনিল কুম্বলে যা লিখলেন

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে শোকপ্রকাশে লিখেছেন 'ইরফান তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। ফ্যানেরা সবাই তোমার পরিবার ছিল। তোমার প্রয়াণে শোকার্ত।'

রবি শাস্ত্রী লিখেছেন

ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী লিখেছেন, 'তোমার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়লাম। ভারতীয় সিনেমার জগতে নক্ষত্রপতন।'

English summary
Irrfan Khan passes away: Sachin Tendulkar to Virat Kohli, Sports Fraternity Mourns Irrfan Khan's Death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X