For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের মাটিতে একের পর এক সিরিজে নেই ভুবি, তবে কী ভুবির চোট গুরুতর?

বছর ঘুরলেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ দেশের জার্সিতে খেলতে দেখা যাচ্ছে না সীমিত ওভারের সফল পেসার ভুবনেশ্বর কুমারকে।

  • |
Google Oneindia Bengali News

বছর ঘুরলেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ দেশের জার্সিতে খেলতে দেখা যাচ্ছে না সীমিত ওভারের সফল পেসার ভুবনেশ্বর কুমারকে। দেশের জার্সিতে কেন বাইশ গজে নেই ভুবি? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে ক্রিকেটমহল।

দেশের মাটিতে একের পর এক সিরিজে নেই ভুবি, তবে কী ভুবির চোট গুরুতর?

সর্বভারতীয় এক সংবাদপত্রের রির্পোটে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফেরার পর চোটের মধ্যে রয়েছেন ভুবনেশ্বর। সূত্রের খবর হ্যামস্ট্রিং ও সাইড স্ট্রেন চোটের কারণে বোর্ডের নির্বাচকরা তাঁকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে। ভুবিকে নিয়ে কোনও মন্তব্য করা না হলেও ভারতীয় পেসার যে এই মুহূর্তে অ্যাভেলেবল নেই সেটা নির্বাচকরা বুঝিয়ে দিয়েছেন। যদিও বোর্ডের পক্ষ থেকে ভুবির চোট রয়েছে এমন কোনও মন্তব্য় করা হয়নি।

আর এখানেই এনসিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন! এর আগে ঋদ্ধির কাঁধের চোটের সময় এনসিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঋদ্ধির কাঁধের চোট সারাতে কেন এতটা সময় লাগল সেই নিয়ে অতীতে সমালোচনা হয়েছিল। শুধু তাই নয় তরুণ ক্রিকেটার পৃথ্বীর ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়া নিয়েও এনসিএ কেন যথেষ্ট সাবধান হয়নি সেটা আজও ধাঁধা! এবার ভুবির চোট সত্যিই গুরুতর কিনা, সেই নিয়ে এনসিএ-র পক্ষ থেকে কোনও বিস্তারিত মন্তব্য না করা নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বভারতীয় ঐ সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়েছে, গত জুলাই থেকে চোট আঘাতের মধ্যে রয়েছেন ভুবনেশ্বর। এবার বোর্ডের বিবৃতির খোঁজে ফ্যানেরা।

English summary
Is Bowler Bhuvneshwar Kumar injured, NCA again under scanner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X