For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনের আবেগে চোখে জল রাসেলের - বর্তমানে তিনিই কি সেরা টি২০ অলরাউন্ডার, উঠে গেল প্রশ্ন

কেকেআর-এর আন্দ্রে রাসেলই কি বর্তমানে সেরা টি২০ অলরাউন্ডার - জেনে নিন যুক্তি।

Google Oneindia Bengali News

ইডেনের দর্শকদের ভালাসার আবেগে রবিবার মাঠের মধ্যেই নাকি তাঁর চোখে চলে এসেছিল। পর মনে করেন, 'বিগ বয়' জনসমক্ষে কাঁদে না। তাই নিজেকে সংযত করেন। সোমবার টুইট করে এমনটাই জানিয়েছেন কেকেআর মালিক শাহরুখ খান। শেষ পর্যন্ত তিনি কান্নাকাটি না করলেও সানরাইজার্সের বোলারদের কিন্তু কাঁদিয়ে ছেড়েছেন তিনি। আর তারপরেই প্রশ্ন উঠে গিয়েছে, রাসেলই কি বর্তমানে সেরা টি২০ অলরাউন্ডার?

রবিবার তিনি যখন ক্রিজে গিয়েছিলেন তখন কেকেআর-এর জেতার জন্য ৪৪বলে ৯৫ রান দরকার ছিল। আর মাঠ ছাড়েন কেকেআর-কে ১২ বল বাকি থাকতে ম্য়াচ জিতিয়ে। শেষ তিন ওভারে শুভমানকে সঙ্গে নিয়ে তোলেন ৫৩ রান। যা কিনা আইপিএল-এ জেতা ম্যাচে শেষ তিন ওভারে তোলা সর্বোচ্চ রান।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/Russell12A?ref_src=twsrc%5Etfw">@Russell12A</a> said to me that he was so overwhelmed with the welcome fans gave him, that he wanted to cry. Then decided big boys don’t cry in public. <a href="https://twitter.com/NitishRana_27?ref_src=twsrc%5Etfw">@NitishRana_27</a> <a href="https://twitter.com/robbieuthappa?ref_src=twsrc%5Etfw">@robbieuthappa</a> & <a href="https://twitter.com/RealShubmanGill?ref_src=twsrc%5Etfw">@RealShubmanGill</a> & the whole team plays for You Kolkata. Thk u for the Love.</p>— Shah Rukh Khan (@iamsrk) <a href="https://twitter.com/iamsrk/status/1109885856066736129?ref_src=twsrc%5Etfw">March 24, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

পিটার মুখার্জী

পিটার মুখার্জী

শিনা বোরা হত্যা কাণ্ডে তথ্য গোপনের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্য়ায় গ্রেফতার হয়েছেন পিটার মুখার্জী। মুম্বইয়ের সিবিআই অফিসে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিক্যাল দল এসে পিটার মুখার্জীর পরীক্ষা করে।

পিছিয়ে দেশওয়ালিরা

পিছিয়ে দেশওয়ালিরা

একসময় নিঃসন্দেহে টি২০ ক্রিকেটের সেরা দুই অলরাউন্ডার ছিলেন কিয়েরন পোলার্ড ও ডোয়েন ব্রাভো। আইপিএল-এও এঁরা দুজন যথাক্রমে মুম্বই ইন্ডিয়ানস ও সিএসকে-কে ব্য়াটে-বলে অনেক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু বর্তমানে তাঁরা আর আগের জায়গায় নেই। বরং অনেক উন্নতি ঘটিয়েছে রাসেল।

মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত

মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত

গোহত্যাকারীদের কোনও অধিকার নেই এই দেশে বসবাস করার। এবার বিতর্কিত মন্তব্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের।

অবিশ্বাস্য ফিনিশার

অবিশ্বাস্য ফিনিশার

রাসেলের রবিবারের ইনিংসই বলে দিচ্ছে বর্তমানে টি২০ ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশার তিনি। শুধু ব্য়াটিং-এর সময়ই ন, বোলিং-এর ক্ষেত্রেও ফিনিশারের ভূমিকা পালন করে থাকেন তিনি। ক্রিকেট বিশ্বে যে যে টি২০ দলের হয়ে খেলেন তিনি, সব জায়গাতেই ব্য়াটিং-এ ইনিংস খতমের পাশাপাশি ডেথ ওভারে বল করার দায়িত্বও নেন তিনি।

নীতিশের শপথ

নীতিশের শপথ

আজ শুক্রবার দুপুর ২টোয় পাটনার গান্ধী ময়দানে বিহারের মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করবেন নীতিশ কুমার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অলরাউন্ড পারফরম্যান্স

অলরাউন্ড পারফরম্যান্স

ব্যাটে, বলে সমান পারদর্শী রাসেলয তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের সেরা নিদর্শন দেখা দিয়েছে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্য়াচে। প্রথমে বল করার সময়ে একটি দুর্দান্ত ক্যাচ নেন এবং একেবারে শেষ ওভারে বল করতে এসে হ্যাটট্রিক করেন। তারপর ৪১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে এই অবস্থায় নেমে ৪৯ বলে অপরাজিত ১২১ করে ম্যাচ জেতান। এই পারফরম্যান্স শুধু রাসেলেরই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেরই সেরা অলরাউন্ড পারফরম্যান্স হিসেবে গন্য হচ্ছে।

ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ড

মুম্বইয়ের দাদরা এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ আগুন চোখে পড়ে। দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটি থেকে ৪০-৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ২ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক টি২০-তে

আন্তর্জাতিক টি২০-তে

২০১০ সালেই ওয়েস্টইন্ডিজের হয়ে অভিষেক হলেও, রাসেল আজকের রাসেল হয়ে উঠেছেন কিন্তু অনেকটাই পরে। ২০১৮ সালে তাঁর আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী তাঁর রানের ৬০, স্ট্রাইক রেট ১৯৩.৫৫। বোলিং-এর ক্ষেত্রে স্ট্রাইকরেট ২১, ইকোনমি রেট ৮। মাথায় রাখতে হবে তিনি কিন্তু ডেথ ওভারে বল করেন।

জেলে মদন

জেলে মদন

৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত মদন মিত্রর। আলিপুর জেলের ৬ নম্বর ওয়ার্ডে মদন। রাতে বাড়ির খাবার খেয়েছে। মদনকে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় অন্যান্য বন্দীরা।

সিপিএম মিছিলে হামলা

সিপিএম মিছিলে হামলা

নারায়ণগড়ে সূর্যকান্ত মিশ্রের মিছিলে হামলা। হামলার অভিযোগ শতাধিক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

তিনিই সেরা কিনা, তা তর্কযোগ্য, তবে অন্যতম দাবিরদার তো বটেই। কলকাতা নাইট রাইডার্স দলের সবচেয়ে মূল্যবান নাইট এখন তিনিই।

English summary
Can KKR's Andre Russell be considered as the best T20 all-rounder at present - Here are the reasons.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X