For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন না সেওয়াগ, পৃথ্বী কার মতো - নাকি দুই তারকারই পুনরাবির্ভাব এই তরুণের মধ্যে

পৃথ্বী শ-এর মধ্যে কি সেওয়াগ ও সচিন দুজনেরই পুনর্জন্ম হয়েছে, তাঁর দ্বিতীয় টেস্টে দেখার পর মানুষের মনে এই প্রশ্নই জাগছে।
 

  • |
Google Oneindia Bengali News

দুর্দান্তভাবে টেস্ট ক্রিকেট শুরু করেছেন ভারতের নতুন বিস্ময় তরুণ পৃথ্বী শ। প্রথম টেস্টে দুর্বান্ত শতরানের (১৩৪) পর ফের একবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মারকাটারি ৭০ রান করেছেন। রানটা করতে বল নিয়েছেন মাত্র ৫২টি।

অতিরিক্ত আক্রমণাত্বক হতে গিয়ে আউট না হলে এদিনও তাঁর শতরান বাঁধা ছিল। কিন্তু এই ইনিংসের পর ক্রিকেট বিশ্বে আলোচনা শুরু হয়েছে, পৃথ্বীর মধ্যে কি সেওয়াগ সচিন দুজনেরই পুনর্জন্ম ঘটেছে?

বিপাকে আপ

বিপাকে আপ

ভুয়া ডিগ্রি বিতর্কে নাম জড়াল আর এক আপ নেতার। দিল্লির আপ বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু। অভিযোগ অস্বীকার আপ বিধায়ক ভাবনা গৌড়ের।

দ্বিতীয় সচিন?

দ্বিতীয় সচিন?

মুম্বই থেকেই তাঁর উত্থান। সচিনের মতোই খুব কম বয়সেই শুরু করেছেন টেস্ট কেরিয়ার। চেহারাটাও তাঁর সচিনের মতোই ছোটখাট। এর থেকেই অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক এখনই তাঁকে দ্বিতীয় সচিন হিসেবে চিহ্নিত করছেন। তাঁর খেলাতেও কিন্তু সচিনের খেলার ছাপ পাওয়া যাচ্ছে। সচিনের সারা মাঠ জুড়ে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নেওয়ার ক্ষমতা ছিল।এখনও অবধি পৃথ্বী যতটুকু খেলেছেন তাতে কিন্তু তাঁর মধ্যেও এই বিরল ক্ষমতার প্রকাশ দেখা গিয়েছে। আর কেকের উপর ক্রিমের মতো তাঁর ব্যাটের লোগোটাও কিন্তু 'এমআরএফ জিনিয়াস', যেই লোগো সচিন তাঁর ২৪ বছরের কেরিয়ারের বেশিরভাগ সময় ব্যাটে ব্যবহার করেছেন।

চিকিৎসা চলছে

চিকিৎসা চলছে

জয়পুরে হেমা মালিনীর গাড়ির সঙ্গে অল্টার সঙ্গে আহত একাধিক। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

মনে করাচ্ছেন নজফগড়ের নবাবকেও

মনে করাচ্ছেন নজফগড়ের নবাবকেও

তবে পৃথ্বির খেলার স্টাইল কিন্তু সচিনের থেকেও বেশি বীরেন্দ্র সেওয়াগের মতো। তাঁর প্রথম টেস্ট ইনিংসেই অনেকেরই তাঁর খেলা দেখে নজফগড়ের নবাবের কথা মনে পড়েছিল। পরের ইনিংসে সেই ধারণাটাকেই আরও প্রশ্রয় দিয়েছেন এই তরুণ। কোথায় মিল পাওয়া যাচ্ছে সেওয়াগের সঙ্গে? পৃথ্বীর খেলাতেও দেখা যাচ্ছে একই রকম হাই ব্যাকলিফ্ট। সেওয়াগের মতোই তিনিও অফসাইডে আড়াআড়ি শট মারতে ভালবাসেন। ভয়ডরহীন যে ক্রিকেট ব্র্যান্ড সেওয়াগ তৈরি করেছিলেন, তাকে বহন করা শুরু করেছেন পৃথ্বীও।

ঝাঁপ বন্ধ

ঝাঁপ বন্ধ

দিল্লির চাঁদনি চকে ২২৫ বছরের পুরনো মিষ্টির দোকান ঘন্টেওয়ালা বন্ধ হয়ে গেল।

তারকা-তুলনায় কী ক্ষতি হবে পৃথ্বীর?

তারকা-তুলনায় কী ক্ষতি হবে পৃথ্বীর?

দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলন করে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন পৃথ্বীকে তাঁর মতো খেলতে দেওয়া হোক। মাস্টার ব্লাস্টার বা অন্য কারোর সঙ্গে তুলনা করলে তিনি চাপে পড়ে যেতে পারেন। কিন্তু সত্যিই কি এতে বাড়তি চাপ পড়ে পৃথ্বীর উপর? হ্যারিস শিল্ডে ৫৪৬ রান করেছিলেন তিনি মাত্র ১৩ বছর বয়সে। তখন থেকেই তো তাঁর মাথায় তারকা তাজ উঠে গিয়েছিল। তারপর থেকে গত কয়েকবছরের তো তাঁকে সবসময়ই নিজেকে প্রমাণ করে যেতে হয়েছে। কাজেই প্রত্যাশার চাপটা কিন্তু তাঁর মোটামুটি গা সওয়াই।

পরিত্যক্ত শিশু

পরিত্যক্ত শিশু

পুরুলিয়া: শরীরের থেকে মাথা বড় শিশুকে রাস্তায় ফেলে চলে গিয়েছে মা-বাবা। জঙ্গল এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রেকর্ড কিন্তু কারোর নেই

এই রেকর্ড কিন্তু কারোর নেই

ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পৃথ্বী তাঁর টেস্ট, রঞ্জি ও দলীপ অভিষেক ম্যাচেই শতরান করেছেন। এই রেকর্ড কিন্তু আর কারোর নেই। কাছাকাছি আছেন একমাত্র সচিন ও সৌরভ। সচিনের রঞ্জি, ইরানি ও দলীপ অভিষেকে শতরান থাকলেও টেস্ট অভিষেকে তাঁর শতরান ছিল না। আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে টেস্ট ও দলীপ অভিষেকে শতরানের রেকর্ড থাকলেও রঞ্জির রেকর্ডটা নেই।

অসামরিক বিমান মন্ত্রী

অসামরিক বিমান মন্ত্রী

ভিআইপি অপসংস্কৃতির কারণে উড়ানে দেরি প্রসঙ্গে ক্ষমাপ্রার্থনা অসামরিক বিমান মন্ত্রী অশোক গজপতি রাজুর।

সামনে কঠিন পরীক্ষা

সামনে কঠিন পরীক্ষা

ভারতীয় ক্রিকেটার মানে সবসময়ই তাঁকে পরীক্ষা দিয়ে যেতে হয়। পৃথ্বী সবে শুরু করেছেন। দুটি টেস্টও পুরো খেলা হয়নি। কিন্তু শুরুতেই তিনি যে প্রত্যাশা তৈরি করেছেন, তাঁর পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সামনেই আসছে অস্ট্রেলিয়া সফর। তারপর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের পিচ অপেক্ষা করবে তাঁর পরীক্ষা নিতে।

আহত হেমা মালিনী

আহত হেমা মালিনী

পথদুর্ঘটনায় গুরুতর জখম হেমা মালিনী, মৃত্যু ৫ বছরের এক শিশুর। পথদুর্ঘটনায় গুরুতর জখম হেমা মালিনী, মৃত্যু ৫ বছরের এক শিশুর।

ফের ইমরানকে সিবিআই জেরা

ফের ইমরানকে সিবিআই জেরা

সারদা কেলেঙ্কারি নিয়ে ফের এদিন সিবিআই জেরার মুখে পড়লেন তৃণমূস সাংসদ আহমেদ হাসান ইমরান।

সুরঞ্জনের হুমকি

সুরঞ্জনের হুমকি

কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপরে হামলায় ঘটনায় কড়া ব্যবস্থা না নেওয়া হলে উপাচার্য পদ থেকে ইস্তফা দেবেন বলে জানালেন সুরঞ্জন দাস।

গজেন্দ্রর বিরুদ্ধে দিল্লিতে প্রতিবাদ

গজেন্দ্রর বিরুদ্ধে দিল্লিতে প্রতিবাদ

পুনে ফিল্ম ইনস্টিটিউটে গজেন্দ্র সিংকে চেয়ারম্যান করার প্রতিবাদে এবার দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রীরা।

হেমার অস্ত্রপচার সফল

হেমার অস্ত্রপচার সফল

গতকাল রাতে গাড়ি দুর্ঘটনায় ভয়ঙ্কর আহত হেমা মালিনীর সফল অস্ত্রপচার হল জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে।

English summary
Is Prithvi Shaw reincarnation of both Sehwag and Sachin, people wonder after his second test knock. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X