For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ব্যর্থ ঋষভ পন্থ, ভারতীয় দলে কতটা সুরক্ষিত তরুণ উইকেটরক্ষকের স্থান

চলতি বছরে ঋষভ পন্থের টি-টোয়েন্টি স্কোরগুলির দিকে তাকালে হতাশ হতে হচ্ছে ক্রিকেট প্রেমীদের। যাঁকে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি ভাবা হচ্ছে, তাঁর দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন ও ধারাবাহিকতার অভাব

  • |
Google Oneindia Bengali News

৪, ৪০ (অপরাজিত), ২৮, ৩, ১, ০, ৪, ৬৫ (অপরাজিত) এবং ৪।

চলতি বছরে ঋষভ পন্থের টি-টোয়েন্টি স্কোরগুলির দিকে তাকালে হতাশ হতে হচ্ছে ক্রিকেট প্রেমীদের। যাঁকে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি ভাবা হচ্ছে, তাঁর দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন ও ধারাবাহিকতার অভাব যে দেশের নির্বাচকদের চোখে পড়ছে না, তেমনটা কিন্তু ভাবার কোনও কারণ নেই। ঋষভের উপর চটেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। পন্থকে সাবধান করেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। এই পরিস্থিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ঋষভের কাছে অগ্নি পরীক্ষা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট

দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট

ইংল্যান্ড বিশ্বকাপ তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ সফরেও তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের ব্যাট করতে নেমে তাড়াহুড়ো ও ভুল শট নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। হেড কোচ রবি শাস্ত্রী সাফ জানিয়েছেন যে বারাবার ঋষভের ভুল বরদাস্ত করা হবে না। এবার উপযুক্ত শাস্তি পেতে হবে। ঋষভ পন্থকে সাবধান করেছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও।

চাপের মুখে ব্যর্থ

চাপের মুখে ব্যর্থ

চাপের মুখে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঋষভ পন্থ কেমন ব্যাট করেন, সেদিকে তাকিয়ে ছিল ক্রিকেট বিশ্ব। কিন্তু ক্রিকেট প্রেমীদের হতাশ করে মোহালিতেও ৪ রান করে আউট হন পন্থ। এভাবে চললে ভারতীয় ক্রিকেট দলে ঋষভের স্থান আর সুরক্ষিত নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন না ঘুরে দাঁড়ালে কখন উঠবেন পন্থ, প্রশ্ন তুলেছেন অনেকে।

 ঘাড়ে নিঃশ্বাস

ঘাড়ে নিঃশ্বাস

২০১৯-এ ভারতের জার্সিতে ৯টি টি-টোয়েন্ট ম্যাচে মাত্র ১৪৯ রান করেছেন ২১ বছরের ঋষভ পন্থ। এই হাল অব্যাহত থাকলে ঋষভ ভারতীয় দল থেকে ছিটকে যেতে পারেন বলে বিশেষজ্ঞদের মত। টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা নেওয়ার জন্য সঞ্জু স্যামসন, ইশান কিষাণরা তৈরি বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সঞ্জু, ইশানের হয়ে জোর সওয়াল করতে শুরু করেছে ক্রিকেট মহলের একটা অংশ।

English summary
Is Rishabh Pant's cricketing career is in challenge?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X