For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাভাস্কার বলছেন 'উত্তেজক ও ধ্বংসাত্মক', পরিসংখ্যানও তাদের পক্ষে, রোহিত-শিখরের জুটিই কি সেরা

রোহিত-শিখরের ওপেনিং জুটিই সেরা? দেখুন ৫ টি পরিসংখ্যান এবং গাভাস্কার কী বলছেন।

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে বিশ্রাম নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই অবস্থায় ভারতের ব্যাটিংকে টানার গুরু দায়িত্ব ছিল অস্থায়ী অধিনায়ক ও সহঅধিনায়কের উপর। আর সেই দায়িত্ব তারা শুধু সুষ্ঠুভাবে নয় রীতিমতো দাপটে পালন করে চলেছেন ম্যাচের পর ম্যাচ।

এশিয়া কাপের ৪ ম্যাচে তাঁদের জুটিতে উঠেছে যথাক্রমে ৭.৪ ওভারে ৪৫, ১৩.১ ওভারে ৮৬, ১৪.২ ওভারে ৬১ ও রবিবার ৩৩.৩ ওভারে ২১০। ভেঙে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে প্রথম উইকেটে সচিন-সৌরভ জুটির করা ১৫৯ রানের রেকর্ড।

বিশ্বের 'সবচেয়ে উত্তেজক ও ধ্বংসাত্মক' জুটি

বিশ্বের 'সবচেয়ে উত্তেজক ও ধ্বংসাত্মক' জুটি

এই জুটিকেই বিশ্বের সবচেয়ে 'উত্তেজক ও ধ্বংসাত্মক' জুটির সার্টিফিকেট দিয়েছেন প্রবাদপ্রতীম ভারতীয় টেস্ট ওপেনার সুনীল গাভাস্কার। তাঁর মতে 'রোহিত শর্মাকে ফুল ফ্লোতে ব্যাট করতে দেখার থেকে আকর্ষণীয় কিছু নেই। তাঁর সঙ্গে রয়েছেন শিখর ধাওয়ান মিলে বিশ্বের সবচেয়ে উত্তেজক ও ধ্বংসাত্মক ওপেনিং জুটি তৈরি হয়েছে। দুজনেই দুজনের পরিপূরক, একে অপরের থেকে চাপ সরিয়ে নেয়।'

রানের নিরিখে বিশ্বে বর্তমান ওপেনিং জুটিগুলির মধ্যে দ্বিতীয়

রানের নিরিখে বিশ্বে বর্তমান ওপেনিং জুটিগুলির মধ্যে দ্বিতীয়

বিশ্বে বর্তমানে যে ওপেনিং জুটিগুলি রয়েছে সেই তালিকায় রানের দিক থেকে রোহিত শিখরের জুটি আছে ২ নম্বরে। একে আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও কুইন্টন ডিকক জুটি। ৮৩ ইনিংসে তাদের রান ৩৯১৯। ১০টি শতরানের পার্টনারশিপ আছে তাদের। তারপরেই আছেন রোহিত শিখর ৮৩ ইনিংসে ৩,৮৪৬। এরপর অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ওয়ার্নার, ৪৮ ইনিংসে ২১২৬।

ভারতের তৃতীয় সফল ওপেনিং জুটি শিখর ও রোহিত

ভারতের তৃতীয় সফল ওপেনিং জুটি শিখর ও রোহিত

২০১৩ সালে প্রথম ওপেনিংয়ে জুটি বেঁধেছিলেন হিটম্যান ও গব্বর। তারপর থেকে তাদের করা ৩,৮৪৬ রানটা ভারতের একদিনের ম্যাচের সব ওপেনিং জুটির মধ্যে তৃতীয় সর্বোচ্চ। প্রথমে আছেন সচিন-সৌরভ। ভারতের এই বিখ্যাত ওপেনিং জুটির মিলিত রান ৬,৬০৯। তাঁদের ছুঁতে এখনও দেরি আছে রোহিতদের। কিন্তু তাঁরা আর কয়েকদিন বাদেই টপকে যেতে পারেন দ্বিতীয় স্থানে থাকা বীরেন্দ্র সেওয়াগ ও সচিন তেন্দুলকার জুটিকে। এই ওপেনিং জুটির মিলিত রান ৩,৯১৯।

১০০ বা তার বেশি রানের ওপেনিং পার্টনারশিপের নিরিখে চার নম্বর

১০০ বা তার বেশি রানের ওপেনিং পার্টনারশিপের নিরিখে চার নম্বর

রবিবারের ম্যাচ নিয়ে রোহিত শর্মা-শিখর ধাওয়ানের ওপেনিং জুটি ১৩ বার ১০০ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়লেন। বিশ্ব তালিকায় এই ব্যাপারে তারা আছেন এখন ৪ নম্বরে। এই তালিকাতেও সবার আগে আছেন সচিন-সৌরভ। ২১ বার শতরানের পার্টনারশিপ গড়েছিলেন তাঁরা। তারপরে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট - ম্যাথু হেডেন (১৬) ও ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ - ডেসমন্ড হেইন্স (১৫)। এতদিন চার নম্বরে সচিন তেন্ডুলকর - বীরেন্দ্র সেওয়াগ (১২)-এর সঙ্গে যৌথভাবে ছিলেন রোহিত-শিখর। রবিবার তাঁরা টপকে গেলেন সচিন-সেওয়াগ জুটিকে। এর পাশাপাশি এই জুটির ঝুলিতে ১২টি অর্ধশতরানের পার্টনারশিপও রয়েছে।

ভারতের যে কোনও উইকেটে পার্টনারশিপে পাঁচে

ভারতের যে কোনও উইকেটে পার্টনারশিপে পাঁচে

জুটি উঠে এসেছে ৫ নম্বরে। এক্ষেত্রেও একে আছেন সচিন সৌরভ। ওপেনিং ছাড়াও বিভিন্ন পজিসনে জুটি বেঁধে সচিন-সৌরভ জুটি মিলিতভাবে একদিনের ক্রিকেটে করেছেন ৮,২২৭ রান। তাঁদের পরে আছেন সেওয়াগ-সচিন - ৪,৩৮৭ রান। তারপর দ্রাবিড়-সৌরভ জুটি - ৪৩৩২ রান। ৪,১১৭ রান নিয়ে চার নম্বরে আছেন দ্রাবিড়-সচিন। এরপরের স্থানে ৩৬৮৫ রান নিয়ে এতদিন ছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলি জুটি। কিন্তু রবিবার তাঁদের টপকে ৩৮৪৬ রানে পৌঁছে গিয়েছেন রোহিত ও শিখর।

রোহিত-শিখরই কি সেরা ?

রোহিত-শিখরই কি সেরা ?

রবিবারের ম্য়াচের পর গাভাস্কারের সার্টিফিকেট ও রোহিত-শিখর জুটির সাফল্যের পরিসংখ্যান প্রশ্ন তুলে দিয়েছে - তাঁরাই কি বিশ্বের সেরা ওপেনিং জুটি? এই ধরনের প্রশ্নের উত্তর অবশ্য এককথায় হয় না। এনিয়ে নানা মুনির নানা মত আসবে। তর্ক জারি থাকবে। আপনারা কি মনে করেন?

English summary
Is Rohit-Shikhar opening pair is the best? See 5 statistical points and what says Gavaskar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X