For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী এমন হল যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নাকি খেলবেনই না ইশান্ত শর্মা!

কী এমন হল যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নাকি খেলবেনই না ইশান্ত শর্মা!

  • |
Google Oneindia Bengali News

চোট সারিয়ে জাতীয় দলে ফিরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে দুর্দান্ত বোলিং করা ইশান্ত শর্মা দ্বিতীয় ম্যাচ খেলবেন না বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। ক্রাইস্টচার্চের ইশান্তের পরিবর্ত কে হবেন, তাও নাকি ঠিক করে ফেলেছে টিম ইন্ডিয়া শিবির। কিন্তু কেন এমন ছন্দ পতন, তা দেখে নেওয়া যাক।

ইশান্তের পাঁচ

ইশান্তের পাঁচ

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। তবু পাঁচ উইকেট নিয়ে সেই ম্যাচে ভারতকে কিছুটা হলেও লড়াই-তে ফিরিয়েছিলেন পেসার ইশান্ত শর্মা। যদিও তাতে শেষরক্ষা হয়নি।

ইশান্তের চোট

ইশান্তের চোট

গত জানুয়ারিতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে ডান-পায়ের গোড়ালিতে চোট পান ইশান্ত শর্মা। ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি ফিটনেস ট্রেনিং শুরু করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার কিছু দিন আগে ফিটনেস টেস্ট উতরেও যান ইশু। তৎক্ষণাৎ নিউজিল্যান্ড সফররত ভারতীয় দলের সঙ্গে যোগ দেন দিল্লির ফাস্ট বোলার। প্রথম টেস্টেই তাঁকে প্রথম একাদশে জায়গা দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সফলও হন ইশান্ত।

কোনও কিছুই ঠিকঠাক নয়

কোনও কিছুই ঠিকঠাক নয়

ম্যাচে পাঁচ উইকেট নিলেও খুশি ছিলেন না ইশান্ত শর্মা। জানিয়েছিলেন, ফিটনেস পরীক্ষা উতরে গেলেও তাঁর শরীরে যে চোট-পরবর্তী শিথিলতা রয়েই গিয়েছে, তা তিনি বুঝতে পারছেন। চিন্তায় ওয়েলিংটন টেস্টে বল করতে নামার আগের দুই রাত তিনি নাকি কার্যত জেগেই কাটিয়েছিলেন। ক্রিকেট মহলে জল্পনা তৈরি হয়, তবে কি পুরোপুরি ফিট নন ইশান্ত।

আশঙ্কাই সত্যি!

আশঙ্কাই সত্যি!

ক্রিকেট প্রেমীদের আশঙ্কাই সত্যি হতে চলেছে। ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট সূত্রে খবর, ইশান্তের গোড়ালির চোট ফের ভোগাতে শুরু করেছে। যন্ত্রণার পাশাপাশি চোটগ্রস্ত স্থানটি বেশ ফুলেও গিয়েছে। এই পরিস্থিতিতে ক্রাইস্টচার্চ টেস্টে ইশান্তকে খেলানোর ঝুঁকি টিম ইন্ডিয়া নিচ্ছে না বলেই সূত্রের খবর।

ইশান্তের পরিবর্ত

ইশান্তের পরিবর্ত

দলে তরুণ নভদীপ সাইনি থাকলেও ইশান্ত শর্মার পরিবর্তে ক্রাইস্টচার্চে ভারতের প্রথম একাদশে অভিজ্ঞ উমেশ যাদবকে নেওয়া হতে পারে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও খবর।

English summary
Ishant Sharma will not be available for the second test against New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X