For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুক চিতিয়ে লড়লেন একা জাদেজা, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কাঁপালেন ওভাল

সিরিজে সেভাবে সুযোগ পাননি। তবে পঞ্চম টেস্টে সুযোগ পেয়েই নিজেকে বল হাতে প্রমাণ করার পরে ব্যাট হাতেও বিক্রম দেখালেন রবীন্দ্র জাদেজা।

  • |
Google Oneindia Bengali News

সিরিজে সেভাবে সুযোগ পাননি। তবে পঞ্চম টেস্টে সুযোগ পেয়েই নিজেকে বল হাতে প্রমাণ করার পরে ব্যাট হাতেও বিক্রম দেখালেন রবীন্দ্র জাদেজা। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করলেন ৮ নম্বরে নেমে। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যান যখন ইংরেজ বোলারদের দাবিয়ে রাখতে রীতিমতো খাবি খাচ্ছেন, ঠিক সেইসময়ই ব্যাট হাতে ওভালের মাঠে রীতিমতো কর্তৃত্ব করলেন জাদেজা।

বুক চিতিয়ে লড়লেন একা জাদেজা

অভিষেক হওয়া হনুমা বিহারীকে সঙ্গে নিয়ে শতরানের পার্টনারশিপ গড়েন জাদেজা। বিহারী অনবদ্য ৫৬ রান করেন। জাদেজাও অর্ধশতরান করার পরে চির পরিচিত ভঙ্গিতে তলোয়ারের মতো ব্যাট ঘুরিয়েছেন। ঠিক সেই চেনা ছন্দ।

এই বছরে এটা জাদেজার দ্বিতীয় টেস্ট। তিনি যখন ব্যাট করতে আসেন তখন ভারত ১৬০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। সেখান থেকে দলকে প্রায় তিনশো রানের কাছাকাছি নিয়ে যান জাদেজা। ২৯২ রানে শেষ করে ভারত।

জাদেজা আইসিসি ক্রমতালিকায় টেস্ট বোলার হিসাবে তৃতীয় স্থানে রয়েছেন। তবে সারা বছর সুযোগ পাননি। অন্যদিকে হার্দিক পান্ডিয়ারা সুযোগ পেয়েও পারফর্ম করতে পারছেন না। এই টেস্টে বল হাতেও জাদেজা প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ১ টি উইকেট নিয়ে ফেলেছেন।

অশ্বিনকে ছাপিয়ে দলের এক নম্বর স্পিনার হয়ে ওঠার লড়াই এখন জাদেজার সামনে। তবে তার আগে ভারতের সামনে লড়াই আর একটি টেস্ট বাঁচানোর লড়াই। কারণ ইতিমধ্যে ইংল্যান্ড ১৫৪ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে ৮ উইকেট। এই অবস্থা থেকে ম্যাচ বের করা অত্যন্ট কঠিন হতে পারে ভারতের কাছে। বোলাররা ইংল্যান্ডকে তাড়াতাড়ি অল আউট করলে ব্যাটসম্যানদের রান তাড়া করে জিততে হবে।

English summary
Jadeja plays the all-rounder role, celebrates with his trademark fashion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X