For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ক্রিকেটে ফের একবার শুরু হতে চলেছে ডালমিয়া যুগ

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ১ মার্চ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের একবার বিসিসিআইয়ের সভাপতি হতে চলেছেন জগমোহন ডালমিয়া। আগামিকাল চেন্নাইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

বোর্ড সভাপতি পদে নাম জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল এদিন দুপুর ৩ টে পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, একমাত্র ডালমিয়াই সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। ফলে সোমবার তাঁর সভাপতি হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে ক্রিকেটমহল।

ভারতীয় ক্রিকেটে ফের একবার শুরু হতে চলেছে ডালমিয়া যুগ


এর আগে আইপিএল সংক্রান্ত দুর্নীতি ও "স্বার্থের সংঘাত" প্রশ্নে শ্রীনির বোর্ড প্রেসিডেন্ট পদে দাঁড়ানো নিয়ে মামলা হয়। শ্রীনির বিপক্ষে রায় যায়। সুপ্রিম কোর্ট জানায়, শ্রীনি বোর্ড প্রেসিডেন্ট পদে একমাত্র তখনই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, যখন বিসিসিআইয়ে তাঁর বাণিজ্যিক স্বার্থ থেকে তিনি নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবেন। তিনি দায়মুক্ত হয়েছেন কি না, সেটা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটিও করে দেয় আদালত।

শ্রীনিবাসন দাঁড়াতে না পারায় ডালমিয়ার সামনে নয়া সুযোগ তৈরি হয়। গতকাল শ্রীনি স্বয়ং অনুরোধ জানান, পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্য ক্রিকেট সংস্থাগুলি যেন ডালমিয়াকে সমর্থন জানায়।

কাল পর্যন্ত সিএবি সভাপতি ডালমিয়ার বোর্ড সভাপতি হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। শরদ পাওয়ারদের পক্ষ থেকে বিকল্প কোনও নাম উঠে আসে কিনা নজর ছিল সেদিকেই। তবে আজ একমাত্র ডালমিয়াই সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়ায় এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ডালমিয়াই ফের একবার বোর্ডের মসনদে বসতে চলেছেন।

English summary
Jagmohan Dalmiya set to become BCCI president again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X