For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন কাটিয়ে মাঠে ফিরলেন ক্রিকেটার, দেখুন ভিডিও

করোনা লকডাউন কাটিয়ে মাঠে ফিরলেন ক্রিকেটার, দেখুন ভিডিও

  • |
Google Oneindia Bengali News

করোনায় ভয়াবহতা কাটিয়ে ফুটবলযুদ্ধের দামামা বেজে গেলেও ক্রিকেটে বাইশ গজে এখনও বল গড়ায়নি। ২৮ মে আইসিসির বৈঠক। সেই বৈঠকে করোনা পরবর্তী সময় ক্রিকেট শুরু নিয়ে আলোচনা ও এবছরের টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। তার আগে সপ্তাহের দ্বিতীয় দিনে করোনা পরবর্তী ক্রিকেট মাঠে নেমে পড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার জেমন অ্যান্ডারসন।

ওল্ড ট্রাফোর্ডে অ্যান্ডারসন

ওল্ড ট্রাফোর্ডে অ্যান্ডারসন

ক্রিকেট মাঠে নেমে আজ বাইশ গজে হাত ঘুরিয়ে বল করেছেন অ্যান্ডারসন। সেই ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন।

অ্যান্ডারসন যা লিখলেন

সোশ্যাল মিডিয়ার পোস্টে অ্যান্ডারসন লিখেছেন, 'ক্রিকেটকে দীর্ঘদিন মিস করছিলাম। মাঠে ফেরার আনন্দ উপভোগ করছি।'

স্টুয়ার্ট ব্রডের ট্রেনিং

এর আগে নর্টিংহ্যামে বাইশ গজে বোলিং করেছেন ইংল্যান্ডের আরেক পেসার স্টুয়ার্ট ব্রড। ব্রিটিশ যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসার মাঠ খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।

ফুটবলে জুনে শুরু হবে ইপিএল

ফুটবলে জুনে শুরু হবে ইপিএল

অন্যদিকে ব্রিটিশ যুক্তরাষ্ট্রে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফুটবল শুরুর পরিকল্পনা রয়েছে। জার্মানিতে ১৬ মে করোনা পরবর্তী সময়ের ফুটবল শুরু হয়েছে। ৮ জুন লা-লিগায় বল গড়ানোর কথা। এরপর ব্রিটিশ ফুটবলেও বল গড়াতে চলেছে।

ভারতে ক্রিকেট প্রস্তুতি শুরু

ভারতে ক্রিকেট প্রস্তুতি শুরু

সম্প্রতি শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার বয়সারের স্থানীয় একটি ক্রিকেট মাঠে ভারতীয় পেসার শার্দুল ঠাকুর নেটে অনুশীলন করেন।
লকডাউনে দীর্ঘদিন গৃহবন্দির পর শরীর তাজা রাখতে দুমাস পর মাঠে ফিরেন বলে শার্দুল জানিয়েছেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়ে করোনা উদ্বেগের মাঝে বল করতে নেমে ঝুঁকি নেওয়ায় শার্দুলকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বন্ধু যুবরাজ ও হরভজনকে 'নিরুপায়' বলে ফের হাসির খোরাক হলেন আফ্রিদিবন্ধু যুবরাজ ও হরভজনকে 'নিরুপায়' বলে ফের হাসির খোরাক হলেন আফ্রিদি

English summary
James Anderson returns to training at Old Trafford after CoronVirus Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X