For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অদ্ভুত বোলিং অ্যাকশনই কাল হতে পারে! বুমরার বোলিং নিয়ে গবেষণা, সতর্কবার্তা দিল ক্রীড়া বিজ্ঞান

জসপ্রিত বুমরার অস্বাভাবিক বোলিং অ্যাকশন স্টাডি করে, কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন যে এরফলে তিনি 'কোমড়ের কাছে মেরুদন্ডে' চোট পেতে পারেন। 
 

Google Oneindia Bengali News

অদ্ভুত এক বোলিং অ্যাকশনে বল করেন ভারতের প্রধান জোরে বোলার জসপ্রিত বুমরা। ওই অ্যাকশনের জন্য অনেক অদ্ভুত অ্যাঙ্গেলও পান তিনি। কিন্তু তাঁর এই অ্যাকশনই বুমরার কাল হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন ক্রীড়া বিজ্ঞানের সঙ্গে যুক্ত একদল বিশেষজ্ঞ। এই অ্যাকশনের কারণে তিনি কোমড়ের কাছে মেরুদণ্ডের হাড়ে চোট পেতে পারেন বলে জানিয়েছেন তাঁরা।

অদ্ভুত বোলিং অ্যাকশনই কাল হতে পারে বুমরার

বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত স্কুল হল ডেকিন ইউনিভার্সিটির স্কুল অব এক্সারসাইজ ও নিউট্রিশন সায়েন্সেস। সেখানে বুমরার হোলিং অ্যাকশন নিয়ে গবেষণা করেছেন ফাংশনাল অ্যানাটমি/ স্ট্রেন্থ ও কন্ডিশনিং সায়েন্সের লেকচারার ডা. সাইমন ফেরোস ও এক সময় ভারতীয় দলেও কাজ করা বিশ্বখ্যাত ফিজিওথেরাপিস্ট জন গ্লস্টার্স।

ক্রিকেটনেক্সট-কে তাঁরা জানিয়েছেন, বুমরা সাধারণত বলটি ব্য়াটসম্যানের সামনের বাইরের লাইনের বাইরে ফেলেন। অর্থাত তিনি কিছুটা জোরের উপর ছাড়েন বলটা। এতে ডান-হাতিদের জন্য ভাল ইনসুইং তৈরি হয়। কিন্তু এটা করতে গিয়ে তিনি মাঝে মাঝেই তাঁর 'ট্রাঙ্ক ল্যাটারাল ফ্লেক্সিওন' পেশিকে ৪৫ ডিগ্রির বেশি বাঁকান। এটা বেশি হতে থাকলে তাঁর 'লাম্বার ভার্টিব্রা' অর্থাত কোমড়ের কাছে মেরুদণ্ডের হাড়ে চোট পাওয়ার আশঙ্কা থাকবে।

তবে তাঁরা এই বলে আশ্বস্তও করছেন, যে তাঁর বোলিং অ্যাকশনকে সমর্থন করার জন্য তিনি পেশির উপর নিয়ন্ত্রণ বাড়িয়েছেন। তাঁর পেশির স্থিতি ও শক্তিও বৃদ্ধি হয়েছে। তাই এখনই চিন্তার কিছু হয়নি।

English summary
After studying Jasprit Bumrah's unconventional bowling action, some experts predicted that he may suffer injuries to his 'lumbar vertebrae'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X