For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিভার্স ম্যাগনাস ফোর্স নিয়ে জবাব দিলেন বুমরা, কী বললেন

রিভার্স ম্যাগনাস ফোর্স নিয়ে আইআইটি কানপুরের অধ্যাপক সঞ্জয় মিত্তলকে জবাব দিলেন ভারতের বিশ্বকাপগামী দলের সুইং স্টার জসপ্রীত বুমরা।

  • |
Google Oneindia Bengali News

রিভার্স ম্যাগনাস ফোর্স নিয়ে আইআইটি কানপুরের অধ্যাপক সঞ্জয় মিত্তলকে জবাব দিলেন ভারতের বিশ্বকাপগামী দলের সুইং স্টার জসপ্রীত বুমরা। মজার ছলেই টুইটারে ডেথ ওভার স্পেশালিস্ট লিখেছেন, কোনো রিভার্স ফোর্স নয়, কঠিন পরিশ্রমই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি।

রিভার্স ম্যাগনাস ফোর্স নিয়ে জবাব দিলেন বুমরা, কী বললেন

জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন, ইয়র্কার ও বাউন্সারের উত্তর দিতে নাজেহাল বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ১৪টি ডট বল করেন গুজরাতের তরুণ। ওই ম্যাচেই অভিজ্ঞ লাসিথ মালিঙ্গার এক্সপেনসিভ ওভারের পর মুম্বই ইন্ডিয়ান্সকে খেলায় ফেরাতে বুমরাকে এনেছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং তিনি সফলও হয়েছিলেন। ইংল্যান্ড বিশ্বকাপে সেই বুমরাকেই ভারতের অন্যতম ট্রাম্প কার্ড মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তরুণ ভারতীয় ক্রিকেটারের ওই সাফল্যের পিছনে রকেট সায়েন্স রয়েছে বলে দাবি করেন আইআইটি কানপুরের অধ্যাপক সঞ্জয় মিত্তল। রীতিমতো অঙ্ক কষে, ছবি এঁকে ওই প্রফেসর রিভার্স ম্যাগনাস ফোর্সের বিষয়টি প্রমাণও করে দেন। টুইটারে পোস্ট করা ওই জ্যামিতিক ছবি পোস্ট করে সঞ্জয় মিত্তল দাবি করেন, বুমরার বলের গতি, সিম পজিশন এবং বলের আবর্তনশীলতার গতি ১০০০ আরপিএম। যা বলকে ০.১ অনুপাতে ঘুরতে সাহায্য করে বলেও দাবি আইআইটি কানপুরের ওই অধ্যাপক। তাঁর ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। তারই জবাব দিতে গিয়ে বুমরা বলেন, বাহ্যিক নয়, সাফল্য পেতে অভ্যন্তরীণ শক্তিই আসল।

English summary
Jasprit Bumrah give answer about 'Rocket Science', what he says?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X