For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের সাফল্যের চাবি জসপ্রীত বুমরা, বললেন মাইকেল ক্লার্ক

ভারতের দেওয়া কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিজে জমে বসেছিলেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমত শা ও হাসমাতুল্লা শাহিদি।

  • |
Google Oneindia Bengali News

ভারতের দেওয়া কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিজে জমে বসেছিলেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমত শা ও হাসমাতুল্লা শাহিদি। জুটি ভাঙার কোনও উপায় না দেখে তখনই জসপ্রীত বুমরাকে দ্বিতীয় স্পেলে বল করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের সাফল্যের চাবি জসপ্রীত বুমরা, বললেন মাইকেল ক্লার্ক

সেই সিদ্ধান্ত যে মাস্টার স্ট্রোকের কাজ করবে তা কে জানত। অধিনায়কের আস্থাকে মর্যাদা দিয়ে ওই ওভারেই রহমত শা ও হাসমাতুল্লা শাহিদির গুরুত্বপূর্ণ উইকেট তুলে ম্যাচে ভারতকে চালকের আসনে বসান বুম বুম বুমরা। ম্য়াচের সেরাও হন তিনিই। সেই বুমরাকেই ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের সাফল্যের চাবি বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার ২০১৫ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক।

প্রাক্তন অজি লেজেন্ডের কথায়, বুমরার মতো বৈচিত্র এই সময়ের অন্য কোনও বোলারের হাতে নেই। হেন কোনও ডেলিভারি নেই যা বুমরা ফেলতে পারেন না বলেই মনে করেন ক্লার্ক। বুমরাকে এই বিশ্বকাপে বেশ সুস্থ এবং ফিট দেখাচ্ছে বলেও জানিয়েছেন মাইকেল ক্লার্ক। একই সঙ্গে অধিনায়ক হিসেবে বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নারের ব্যাটিং স্কিলের প্রশংসা করেছেন প্রাক্তন অজি অধিনায়ক।

English summary
Jasprit Bumrah is tha main factor for Indian success in World Cup, said Michael Clarke
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X