For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঘন্য শেষ ওভার, সমর্থকদের নিন্দার ঝড়! সতীর্থকে রক্ষা করতে আসরে নামলেন বুমরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি০আই ম্যাচে শেষ ওভারের পর উমেশ যাদবকে সমর্কদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু জসপ্রিত বুমরা তার সতীর্থকে আড়াল করলেন।

  • |
Google Oneindia Bengali News

একটা ছবির মতো ওভার করেছিলেন তিনি। কিন্তু, তাঁর সব প্রচেষ্টা জলে যায় সতীর্থের জঘন্য শেষ ওভারের জন্য। তারপর সমর্থকরা উমেশ যাদবকে ছিঁড়ে খেলেও জসপ্রিত বুমরা কিন্তু সতীর্থ উমেশ যাদবকে আড়ালই করলেন। মুখ খুললেন উমেশের সমর্থনে।

সতীর্থকে রক্ষা করতে আসরে নামলেন বুমরা

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি২০-তে শেষ দুই ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৬ রান। জসপ্রিত বুমরার নিখুঁত ডেথ বোলিং-এ চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে হ্যান্ডসকম্ব ও ক্যুল্টার-নাইলকে ফিরিয়ে দেন তিনি।

ফলে শেষ ওভারে ১৪ রান দরকার ছিল অজিদের। কিন্তু, উমেশ প্যাট কামিন্স ও ঝাই রিচার্ডসনের মতো দুই টেল এন্ডার-কেও প্রয়োজনীয়য়য় রানটা করা থেকে আটকাতে পারেননি।

এরপরই সোশ্যাল মিডিয়ায় উমেশের তীব্র সমালোচনা হয়। উমেশের রান দেওয়ার প্রবণতা নিয়ে রীতিমতো হাসাঠাট্টা করা হয়।

কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বুমরা জানালেন, ক্রিকেটে এমনটা হতেই পারে। বিশেষ করে ডেথ ওভারে যখন কোনও বিশেষ পরিকল্পনা কাজে করে দেখানো হয়, তখন সবকিছু ঠিকঠাক করলেও, কোনওদিন তা সফল হয়, কোনও দিন হয় না। এই নিয়ে উমেশের বিশেষ ভাবনার-ও কারণ নেই বলেই মনে করেন ভারতের সেরা বোলার।

ভারত এই ম্য়াচে ১৫-২০ রান কম করেছে বলেও জানিয়েছেন বুমরা। তাঁর মতে এই উইকেটে ১৪০-৪৫ রান জয়ের জন্য যথষ্ট হতো। পিচে বেশি বাউন্স না থাকায় এই পিচে বড় শট খেলা কঠিন।

English summary
Umesh Yadav was heavily criticized by fans after that last over in the first T20I against Australia. But Jasprit Bumrah has defended his teammate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X