For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিয়াঁদাদের কোন কথাতে রেগে গিয়ে সোজা পাকিস্তানে চলে গিয়েছিলেন ইরফানের বাবা!

কোন কথাতে রেগে গিয়ে সোজা পাকিস্তানে চলে গিয়েছিলেন ইরফানের বাবা!

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠানকে তাচ্ছিল্য করায় তাঁর বাবা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের ওপর রেগে গিয়েছিলেন। সোজা পাকিস্তানে গিয়ে নাকি মিয়াঁদাদের সঙ্গে দেখা করেছিলেন ইরফানের বাবা। সেই ঘটনা নিজেই খোলসা করেছেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার।

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

২০০৩-২০০৪ মরশুমে পাকিস্তানে ৫টি ওয়ান ডে ও তিনটি টেস্ট খেলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। দুটি সিরিজই জিতেছিল টিম ইন্ডিয়া। ওই সিরিজ থেকেই ইরফান পাঠান, লক্ষ্মীপতি বালাজির মতো তরুণ তারকাদের উত্থান ঘটেছিল।

ইরফানের পারফরম্যান্স

ইরফানের পারফরম্যান্স

পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলেননি ইরফান পাঠান। শেষ তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে জাতীয় দলে নিয়মিত সদস্য হয়ে গিয়েছিলেন ইরফান। টেস্ট সিরিজে ইরফান পাঠানের ঝুলিতে গিয়েছিল ১২টি উইকেট। বলা বাহুল্য, সেই পারফরম্যান্সের সৌজন্যেই বাঁ-হাতি পাঠানকে চিনেছিল বিশ্ব।

কী বলেছিলেন মিয়াঁদাদ

কী বলেছিলেন মিয়াঁদাদ

ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বরাবারই অন্যরকম মাত্রা বহন করে। ২০০৪ সালেও দুই দেশের সিরিজ ঘিরে কম ঢাকঢোল পেঠানো হয়নি। উত্তেজনা দ্বিগুন হয়ে গিয়েছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের কথায়। পাকিস্তান ক্রিকেট দলের সেই সময়ের হেড কোচ, ভারতীয় ক্রিকেট দলের তরুণ ফাস্ট বোলার ইরফান পাঠানকে আক্রমণ করেছিলেন। মিয়াঁদাদ বলেছিলেন, ইরফানের মতো প্রতিভা নাকি পাকিস্তানের প্রতি গলিতে জন্মায়। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল।

কী প্রতিক্রিয়া ইরফানের বাবার

কী প্রতিক্রিয়া ইরফানের বাবার

জাভেদ মিয়াঁদাদের মুখ থেকে ছেলে সম্পর্কে এহেন মন্তব্য শুনে রেগে গিয়েছিলেন ইরফান পাঠানের বাবা। ভারতের প্রাক্তন অল রাউন্ডার জানিয়েছেন যে তাঁর বাবা নাকি পরের দিনই পাকিস্তানে চলে গিয়েছিলেন। পুত্র পাঠানের সঙ্গে সাক্ষাত সেরে তাঁর বাবা নাকি সরাসরি পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিংরুমে ঢুকে পড়েছিলেন। ইরফান জানিয়েছেন যে তাঁর বাবাকে দেখে অপ্রস্তুতে পড়ে গিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। বলেছিলেন যে তাঁর ওই বক্তব্যের পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। উত্তরে ইরফানের বাবা নাকি বলেছিলেন যে তিনি সে ব্যাপারে কথা বলতে আসেননি। তিনি শুধু সেই মিয়াঁদাদকে দেখতে এসেছেন, যিনি একসময় দুর্দান্ত ব্যাটসম্যান ছিলেন।

রোনাল্ডোর দেশের শহরে উপেক্ষিত হয়েছিলেন, অজানা কথা জানালেন সুনীলরোনাল্ডোর দেশের শহরে উপেক্ষিত হয়েছিলেন, অজানা কথা জানালেন সুনীল

English summary
Javed Miandad upset Irfan Pathan's father by his remarks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X