For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটদের লকডাউন পরবর্তী অনুশীলন ধোনির শহরে করার আবেদন!

বিরাটদের লকডাউন পরবর্তী অনুশীলন হোক ধোনির শহরে, বিসিসিআইয়ের কাছে আবেদন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউন উঠে গেলে রাঁচিতে টিম ইন্ডিয়ার অনুশীলন শিবির আয়োজন করার প্রস্তাব পেল বিসিসিআই। এ সংক্রান্ত ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়শনের আবেদনপত্র ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে জমা পড়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে এই ইস্যুতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলেও খবর।

করোনা ভাইরাসের জের

করোনা ভাইরাসের জের

বিশ্বজুড়ে সাড়ে ৬৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন পাঁচ হাজার আটশোরও বেশি মানুষ। মুম্বই, পুনে, দিল্লি, চেন্নাই, ইন্দোর, কলকাতার মতো ক্রিকেট পাগল শহরগুলিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে করোনা।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। কবে শুরু হবে টুর্নামেন্ট, তা হলফ করে বলে দিতে পারছেন না খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহামারীর কারণে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিসিসিআই বক্তব্য

বিসিসিআই বক্তব্য

শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলন শুরু হলেও বিরাট কোহলিদের মাঠে নামা নিয়ে নিশ্চিতভাবে কোনও বার্তা দিতে পারেনি বিসিসিআই। ভারতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে দাবি সৌরভের বোর্ডের। এক এক রাজ্যের এক এক রকমের কোয়ারেন্টাইন নিয়ম সমস্যা আরও বাড়িয়েছে বলেও দাবি বিসিসিআই-এর।

কবে থেকে শুরু হতে পারে অনুশীলন

কবে থেকে শুরু হতে পারে অনুশীলন

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ক্রীড়া মন্ত্রকের পরামর্শ মতো জুলাইতে বিরাট কোহলিদের অনুশীলন শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। সেক্ষেত্রে হিমাচল প্রদেশে টিম ইন্ডিয়ার ক্যাম্প বসানো হতে পারে বলে সূত্রের খবর।

জেএসসিএ-র আবেদন

জেএসসিএ-র আবেদন

করোনা ভাইরাসের জেরে দেশব্যাপী জারি থাকা লকডাউন উঠলে ধীরে ধীরে ছন্দে ফিরবে ক্রিকেট। অনুশীলনে নামবেন বিরাট কোহলি সহ টিম ইন্ডিয়ার অন্যান্য সদস্যরা। কোন মাঠে হবে ওই ক্যাম্প, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে বিসিসিআইয়ের অন্দরে। কিংবদন্তি এমএস ধোনির শহর রাঁচিতে অনুশীলনে আসুন বিরাট কোহলিরে, ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বিসিসিআই-র কাছে আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর। ঝাড়খণ্ড ক্রিকেট স্টেডিয়ামের মাঠ এবং মাঠের ভিতরের জিম, ইন্ডোর পিচ (৪টি), আউটডোর পিচ (৪টি) ডিলাক্স (৪২টি) ও সুপার ডিলাক্স (১৫টি) ঘর জাতীয় স্তরের ক্রিকেটারদের অনুশীলনের জন্য আদর্শ বলে দাবি করা হয়েছে।

কেন ইস্টবেঙ্গল ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেলকেন ইস্টবেঙ্গল ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল

English summary
Jharkhand State Cricket Association writes BCCI to host Team India's camp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X