For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আশাবাদী বঙ্গ স্পিডস্টার ঝুলন

ঝুলন গোস্বামী-র দুঃখ একটুর জন্য বিশ্বকাপ হাতছাড়া হল, কিন্তু ভারতীয় মেয়েরা প্রত্যাশার অতিরিক্ত পারফরমেন্স দিয়েছেন এমনটাই মত বাংলার ঝুলনের।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বয়সটা তাঁর ৩৪ পেরিয়ে ৩৫ ছুঁই ছুঁই । ১৬ বছরের দীর্ঘ ক্রিকেট জীবনে পেয়েছেন অনেক কিছুই। ভারতীয় মহিলা দলের অধিনায়ক হয়েছেন, হয়েছেন আইসিসি-র বর্ষসেরা। এই মুহূর্তে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু ঝুলনের একটাই অপূর্ণ স্বপ্ন ছিল, বিশ্বকাপ জেতার। সেটা হল না। কিন্তু তারপরেও ভেঙে পড়তে নারাজ ঝুলন।

আশাবাদী ঝুলন

বিশ্বকাপ জিতেত পারলে ভাল লাগত। কিন্তু ভারতীয় মেয়েরা যে লড়াইটা করেছে তা কুর্নিশ যোগ্য। এমনটাই মত বঙ্গ স্পিডস্টারের। ঝুলনের মতে, 'ভারতীয় মেয়েদের বিশ্বকাপের দাবিদার হিসেবে কেউ দেখেইনি। প্রত্যেকদিনের পারফরমেন্সে আমরা নিজেদের বিশ্বাস করতে শুরু করেছিলাম। প্রত্যেক দিন প্রতিটা মেয়ে নিজের সেরাটা দিত। একটা দল হিসেবে আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম আমরা পারি। '

পারফরমার ঝুলন


ফাইনালে দুরন্ত বোলিং করেছিলেন ঝুলন গোস্বামী ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তাই বড় হতাশ দেখাচ্ছিল তাঁকে। কিন্তু সবসময়ে পজিটিভ দেখা ঝুলন এখনও ভীষণ পজিটিভ। তাঁর মতে ভারতীয় মহিলা দলের মধ্যে ভাল পারফর্ম করার ক্ষমতা রয়েছে। তবে আরও ভাল করার ক্ষমতা রাখে দল এমনটাই মত ঝুলনের। আগামী দিনে আরও বড় হয়ে উঠতে পারবেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা এমনটাই বিশ্বাস চাকদহের বঙ্গ ললনার।
English summary
Jhulan Goswami is hopeful about indian women's future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X