For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছুটছে 'চাকদহ এক্সপ্রেস', বাঙালির ক্রিকেট গরিমায় এক গর্ব ঝুলন

ক্রীড়াক্ষেত্রে বাঙালির গরিমায় এক বাড়তি মাত্রা যোগ করেছেন তিনি। চাকদহ-এর মতো অজ-পাড়া গাঁ থেকে আন্তর্জাতিক স্তরে ক্রিকেটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ঝুলন।

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেটে বাঙালির 'মহারাজ' বিদায়ের পর এখন সবেধন নীলমণি 'চাকদহ এক্সপ্রেস'। লডস-এর মাঠেই বাঙালি দেখেছিল ন্যাট-ওয়েস্ট ট্রফির ফাইনাল জয়ের পর এক বাঙালির খালি গা-য়ে জার্সি উড়িয়ে সিংহ বিক্রম। সেই ঘটনার এক দশক পরে ফের লর্ডস-এর মাঠ দাপালেন 'চাকদহ এক্সপ্রেস' বলে খ্যাত ঝুলন গোস্বামী। বিশ্বকাপ-এর ফাইনালে ঝুলনের ২৩ রানে ৩ উইকেট বাঙালির ক্রিকেট ইতিহাসে যে স্থান করে নিয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

ছুটছে 'চাকদহ এক্সপ্রেস', বাঙালির ক্রিকেট গরিমায় এক গর্ব ঝুলন

বলতে গেলে ঝুলনের এমন কীর্তিতে ভর করে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে উড়েছে বাঙালির প্রতিনিধিত্ব। ক্রীড়াক্ষেত্রে বাঙালির গরিমায় এক বাড়তি মাত্রা যোগ করেছেন তিনি। চাকদহ-এর মতো অজ-পাড়া গাঁ থেকে আন্তর্জাতিক স্তরে ক্রিকেটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ঝুলন। টেস্টে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন একদিনের ক্রিকেটে মনোনিবেশ করেছেন তিনি। ১৬৪টি একদিনের ম্যাচ খেলা ঝুলন তাঁর ক্রিকেট কেরিয়ারে ৪ বার ৪ উইকেট নিয়েছেন। ৫ উইকেট নিয়েছেন ৫ বার। এহেন ঝুলন যে ১৭-র সেরাদের তালিকায় থাকবেন তাতে কোনও সন্দেহ নেই। ঝুলন গোস্বামীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিকও। ২০১৮-তেই যার শ্যুটিংও শুরু হবে।

[আরও পড়ুন:কেউ ইঁট ছুঁড়লে পাটকেলটি ভালোই মারতে পারেন দিলীপ ঘোষ, ১ বছরে তা ভালোই টের পেল তৃণমূল][আরও পড়ুন:কেউ ইঁট ছুঁড়লে পাটকেলটি ভালোই মারতে পারেন দিলীপ ঘোষ, ১ বছরে তা ভালোই টের পেল তৃণমূল]

English summary
Jhulan is noted for both her batting and bowling capabilities. She has a Test bowling average of less than 20. In the 2006–07 season she guided the Indian team to first test series win in England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X