For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-র মিউজিয়ামে স্থান পেলেন বঙ্গললনা, বিশ্বকাপারের জার্সি এবার কলকাতায়

লর্ডসের পর এবার কলকাতাতেও, কী দেখতে পাবেন জানেন। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্ন কলকাতাকে লন্ডন করে তুলবেন।অনেকটা যেন এরকমই ধারা মেনে হাঁটছে কলকাতার স্পোর্টস ফ্যানাটিক মিউজিয়াম।

[আরও পড়ুন:২০১৯ বিশ্বকাপ আমরাই জিতছি, ভারতীয় ক্রিকেটারের আত্মবিশ্বাসে চমকে যাবেন][আরও পড়ুন:২০১৯ বিশ্বকাপ আমরাই জিতছি, ভারতীয় ক্রিকেটারের আত্মবিশ্বাসে চমকে যাবেন]

মহিলা বিশ্বকাপের ফাইনালের জার্সি ঝুলন -মিতালি দিয়েছিলেন লর্ডসের ক্রিকেট মিউজিয়ামের জন্য। মহিলা ক্রিকেটে -র সর্বোচ্চ রানসংগ্রহকারী এবং সর্বোচ্চ উইকেটশিকারীর জার্সি রাখা থাকবে বিশ্ব ক্রিকেটের মক্কায়।

কলকাতা-র মিউজিয়ামে স্থান পেলেন বঙ্গললনা, বিশ্বকাপারের জার্সি এবার কলকাতায়


এবার লর্ডসের ধারাই কলকাতাতেও । ঝুলন বিশ্বকাপের সেমিফাইনালে যে জার্সি গায়ে চাপিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন সেই জার্সি এবার সাজানো থাকবে ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়ামে।

কলকাতা-র মিউজিয়ামে স্থান পেলেন বঙ্গললনা, বিশ্বকাপারের জার্সি এবার কলকাতায়

বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে মিতালি রাজদের বিরুদ্ধে অস্ট্রেলিয়াই ছিল ফেভারিট। কিন্তু সবাইকে চমকে দিয়ে ছ'বারের বিশ্বজয়ীদের পরাস্ত করেছিলেন ঝুলনরা। সেই সেমিফাইনালে যে জার্সিটি পরেছিলেন ঝুলন, সেটা রাখা থাকবে। যেখানে উসেইন বোল্ট থেকে মাস্টার ব্লাস্টারের বিভিন্ন স্মৃতি সজ্জিত রয়েছে। ঘরের মেয়েকে এভাবেই সম্মান জানাতে চায় কলকাতার জাদুঘরটি। বাংলার পেসার জানিয়েছিলেন, এই জার্সির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই জার্সিটিকে ক্রিকেটপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় উপহার হিসেবে হাজির করবে কলকাতার এই স্পোর্টস মিউজিয়াম।

English summary
Jhulan Goswami's jersy will be kept in Kolkata's sports meuseum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X