For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসেজের মধ্যে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে কাঁর গল্প শোনাচ্ছেন কোচ ল্যাঙ্গার

২০০১ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে সম্মানের অ্যাসেজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ১৮ বছর পর সেই সম্মান ফিরে পেতে মরিয়া অজিরা।

  • |
Google Oneindia Bengali News

২০০১ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে সম্মানের অ্যাসেজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ১৮ বছর পর সেই সম্মান ফিরে পেতে মরিয়া অজিরা। ইংল্যান্ডে চলতে থাকা অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট জিতলেও, তৃতীয় টেস্ট হেরে যায় অস্ট্রেলিয়া। বুধবার থেকে শুরু হতে চলা অ্যাসেজের চতুর্থ টেস্ট, সিরিজের নির্ণায়ক হতে পারে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার যাতে কোনও ভুল না হয়, তাই দলের ক্রিকেটারদের কিংবদন্তী বক্সার মহম্মদ আলির বীরগাথা শুনিয়ে উদ্বুদ্ধ করার মরিয়া চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

তৃতীয় টেস্ট

তৃতীয় টেস্ট

হেডিংলেতে চলতি অ্যাসেজের তৃতীয় টেস্টে চালকের আসনেই ছিল অস্ট্রিলিয়া। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ৯ উইকেট ফেলে দিয়েছিলেন অজিরা। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অতি মানবিক ইনিংস খেলে ইংল্যান্ডকে ম্যাচ জেতান বেন স্টোকস।

বিপর্যস্ত অস্ট্রেলিয়া

বিপর্যস্ত অস্ট্রেলিয়া

অ্যাসেজের তৃতীয় টেস্টে এমন অভাবনীয় হারের পর কার্যত ভেঙে পরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অসুস্থ হয়ে পড়েছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তবু নিজেদের তাগিদেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর হয়েছে অজি শিবির। সে লক্ষ্যেই দেশে ফিরে যাওয়া লেজেন্ড স্টিভ ওয়া-কে ফের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মেন্টর পদে ফেরানো হয়েছে।

চতুর্থ টেস্ট

চতুর্থ টেস্ট

বুধবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই টেস্ট জিতে হেডিংলের বদলা নেওয়ার পাশাপাশি সিরিজ জয়ের দিকে এক কদম এগোতে চায় অজি শিবির।

সম্মান অন্যখানে

সম্মান অন্যখানে

২০০১ সালে লেজেন্ড স্টিভ ওয়া-র নেতৃত্বে ইংল্যান্ডে শেষবার অ্যাসেজ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সিরিজের ফল হয়েছিল ৪-১। ১৮ বছর পর আরও একবার সেই ক্ষণের পুরাবৃত্তি ঘটাতে মরিয়া অস্ট্রেলিয়া।

ল্যাঙ্গারের ব্রহ্মাস্ত্র

ল্যাঙ্গারের ব্রহ্মাস্ত্র

ম্যাচ শুরুর আগে দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে কিংবদন্তী বক্সার মহম্মদ আলির বীর গাথা শোনাচ্ছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। আলির জীবনের উদাহরণ টেনে ল্যাঙ্গার অজি ক্রিকেটারদের জানিয়েছেন, চ্যাম্পিয়নদের জীবনে দুঃসময় আসে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাই বীরত্বের কাজ বলে মনে করেন ল্যাঙ্গার। ক্রিকেটারদের উদ্দেশে ল্যাঙ্গারের বার্তা, যেভাবে মহম্মদ আলির বাইক চুরি গেছিল, ঠিক সেভাবে কেউ অ্যাসেজ নিয়ে যাচ্ছে মনে করা উচিত। অজি ক্রিকেটারদের তা ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।

English summary
Justin Langer has sought to inspire Australian Team with the tale of Muhammad Ali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X