For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাসিত প্লেয়ারকেও দলে রাখল দক্ষিণ আফ্রিকা,আশায় প্রোটিয়া শিবির

কাগিসিও রাবাদা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে রাখা হল 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিতর্কিত কাগিসিও রাবাদাকে দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছিল। যদিও আরও দুজন জোরে বোলারকে যোগ করা হয়েছে। আসলে রাবাদা-র নির্বাসন মুকুবের জন্য দক্ষিণ আফ্রিকা বোর্ড আইসিসিকে আবেদন করেছে।

নির্বাসিত প্লেয়ারকেও দলে রাখল দক্ষিণ আফ্রিকা,আশায় প্রোটিয়া শিবির

[আরও পড়ুন:দলের পারফরম্যান্সকে কুর্নিশ অধিনায়ক রোহিতের][আরও পড়ুন:দলের পারফরম্যান্সকে কুর্নিশ অধিনায়ক রোহিতের]

যদি আবেদনের ফল তাদের পক্ষে যায় তাহলে রাবাদাকে রেখেই প্রথম একাদশ ঘোষণা করা হবে। আর যদি সেটা না হয় তাহলে অন্য জোরে বোলাদের আনা হবে। নিজেদের আবেদনে শেষ দুটি টেস্টের জন্য শুনানি হবে নিউজিল্যান্ডের জুডিশিয়াল কমিশনার মাইকেল হেরনের কাছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

এদিকে রাবাদা ছাড়া দলে রয়েছেন দুয়ানে অলিভার ও ক্রিশ মরিস। নিউল্যান্ডসে হবে টেস্ট ম্যাচ, শুরু বৃহস্পতিবার থেকে। দক্ষিণ আফ্রিকা সিরিজে যে ম্যাচে সমতা ফিরিয়েছিল তাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রাবাদা। তবে স্টিভ স্মিথের সঙ্গে ইচ্ছাকৃত ধাক্কাধাক্কির জেরে তাঁকে নির্বাসিত করা হয়। যার জন্য তার ৮ মেরিট পয়েন্ট কাটা হয়েছিল। পাশাপাশি দু ম্যাচের নির্বাসনও দেওয়া হয়।

[আরও পড়ুন: ক্রিকেটে ফিরলেন শামি, হাসিনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি, বাড়িতে হাজির পুলিশ ][আরও পড়ুন: ক্রিকেটে ফিরলেন শামি, হাসিনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি, বাড়িতে হাজির পুলিশ ]

English summary
Kagiso Rabada has been kept in third test match agaisnt South Africa 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X